ওমরাহ পালন শেষে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা শুরু হবে

রায়হান রাজীব | প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৪, ১৮:২৬

ছবি: সংগৃহীত

ওমরাহ পালন শেষে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা শুরু হবে

উন্নত চিকিৎসার জন্য ডিসেম্বরের মাঝামাঝিতে বিদেশে যেতে পারেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পবিত্র ওমরাহ পালনের পর প্রথমে যুক্তরাজ্যের লন্ডনে এবং পরে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে তার। এ জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে গতকাল ঢাকায় মার্কিন দূতাবাসে গিয়ে বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন তিনি। বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য জানান, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে দুই-তিনটি দেশে নেওয়ার প্রয়োজন হতে পারে।

হলমার্কের জেসমিনকে জামিন দেননি আপিল বিভাগ

ভুয়া এলসির বিপরীতে জনতা ব্যাংকের ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা আত্মসাতের মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে জামিন দেননি আপিল বিভাগ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। সেই সঙ্গে জেসমিন ইসলামের জামিন শুনানির জন্য ৩ মাস পর ফের আসতে বলেন। ২০২২ সালে জেসমিন ইসলামকে এই মামলায় জামিন না মঞ্জুর করেন হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়।

আদালতে আত্মসমর্পণ করলেন সেই ম্যাজিস্ট্রেট ঊর্মি

মানহানীর অভিযোগে করা মামলায় আত্মসমর্পণ করে সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মি জামিন পেয়েছেন। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদের আদালত শুনানি শেষে এ জামিন মঞ্জুর করেন। সকাল সাড়ে ১০ টার দিকে তিনি আদালতে উপস্থিত হন। এরপর তিনি আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে বাদীপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

ভূরুঙ্গামারীতে একই স্থানে ২ গ্রুপের সমাবেশ, ১৪৪ ধারা জারি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একই স্থানে বিএনপির দুই গ্রুপের সভা-সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম ফেরদৌস এ আদেশ জারি করেন। আমদানি-রফতানিকারক সমিতির কমিটি গঠন নিয়ে সমাবেশ ডাকে বিএনপির দুই গ্রুপ। বিষয়টি নজরে আসায় সেখানে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

দেশ কঠিন সময় পার করছে: ফখরুল

দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে ফ্যাসিবাদ আবারও ফিরে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে বলে শংকা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনাসভায় অংশ নিয়ে তিনি এই শংকার কথা জানান। দেশ কঠিন সময় পার করছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, যে সংষ্কার শুরু হয়েছে তা শেষ করে দ্রুত নির্বাচনের পথে হাঁটতে হবে। জুলাই বিপ্লবের মাধ্যমে যে সুযোগ সৃষ্টি হয়েছে ঐক্যের মাধ্যমে তা সফল করার আহ্বানও জানান তিনি।

ট্রাম্প প্রশাসনের লোকজনকে বোমা হামলার হুমকি

আগামী ২০শে জানুয়ারি আমেরিকার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের। দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে যাওয়ার আগে আপাতত নিজের কেবিনেট সাজাচ্ছেন ট্রাম্প। ইতোমধ্যে প্রায় সব গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ঘোষণা করে ফেলেছেন তিনি। এবার ট্রাম্পের টিমে নিয়োগ পাওয়া সদস্যদের অনেককে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ডোনাল্ড ট্রাম্পের ট্রানজিশন দল থেকে এ নিয়ে এক বিবৃতি জারি করা হয়েছে।

১৫ বছর পর রিয়ালকে হারালো লিভারপুল

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। দুর্দান্ত জয়ে ইন্টার মিলানকে নামিয়ে ফের টেবিলের শীর্ষে উঠেছে অলরেডরা। গেল ১৫ বছরে রিয়ালের বিপক্ষে প্রথমবার জিতলো লিভারপুল। এদিকে রিয়ালের সমর্থকদের আরও একবার হতাশা উপহার দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। নষ্ট করেছেন প্যানাল্টির সহজ সুযোগ। আর লিভারপুলের হয়ে পেনাল্টি মিস করেন মোহাম্মাদ সালাহ। এই জয়ে চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলর টিকিট পেল লিভারপুল। এবার মৌসুমের পাঁচ ম্যাচের পাঁচটিতেই জয়ের দেখা পেয়েছে দলটি।

নাম থেকে বচ্চন উপাধী বাদ দিলেন ঐশ্বরিয়া!

অভিষেক-ঐশ্বরিয়ার দাম্পত্য কলহের গুঞ্জন নিয়ে সরগরম বলিপাড়া। নিত্যদিন প্রকাশ হচ্ছে এই দম্পতির সম্পর্ক নিয়ে নানা প্রতিবেদন। এবার সেই বিচ্ছেদ গুঞ্জনে ঘি ঢাললেন ঐশ্বরিয়া রাই বচ্চন। নিজের নাম থেকে ছেঁটে ফেলেন বচ্চন টাইটেল। সম্প্রতি এমন এক ভিডিওতে ঐশ্বরিয়ার নামের শেষে বচ্চন না দেখে, বলিপাড়ায় জোর গুঞ্জন, অভিষেক ও ঐশ্বরিয়ার ডিভোর্স হচ্ছেই! বরাবরই অফিসিয়ালি তিনি বিয়ের পর থেকেই বচ্চন উপাধি ব্যবহার করে থাকেন। তবে হঠাৎ সেটাকে না দেখে, আবার উঠছে অভিষেকের সঙ্গে ডিভোর্সের প্রসঙ্গ।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top