২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার হাইকোর্টের রায় কাল
রায়হান রাজীব | প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৪, ১৬:৩১

২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার হাইকোর্টের রায় কাল
২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণার জন্য রোববার দিন ধার্য করেছে হাইকোর্ট। বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় রাখা হয়েছে। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ২০০৪ সালের ২১শে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২৪ জন নিহত হয়। আহত হয় আরও প্রায় ৩০০ জন। এদিন তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা অল্পের জন্য রক্ষা পান। পরে এ ঘটনায় দুইটি মামলা দায়ের করা হয়।
চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় মামলা করেছে পরিবার
চট্টগ্রাম আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় হত্যা মামলা দায়ের করেছে পরিবার। মামলায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে। আজ শনিবার নগরীর কোতোয়ালী থানায় আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ঘটনার তিনদিন পর এ মামলাটি দায়ের করেন। এছাড়াও আদালত প্রাঙ্গণে আইনজীবীদের উপরে হামলা, ভাঙচুরের অভিযোগ ১১৬ জনের বিরুদ্ধে নগরীর কোতোয়ালি থানায় আরও একটি মামলা দায়ের করেছেন নিহতের ভাই খানে আলম।
নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করতে হবে’
আইনের শাসন নিশ্চিত করতে হলে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করতে হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। শনিবার সকালে সুপ্রিম কোর্ট বার আয়োজিত নবীন আইনজীবীদের কর্মশালায় এ কথা বলেন তিনি। এ সময় প্রধান বিচারপতি বলেন, বিচারপতি অপসারণে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল গঠন হয়েছে, যা আগে পার্লামেন্টের কাছে ছিলো। বিচার বিভাগ আলাদা করার জন্য সরকারকে আনুষ্ঠানিক প্রস্তাব দেয়া হয়েছে বলেও জানান তিনি।
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ২৯ বস্তা টাকা
কিশোগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলেছে ২৯ বস্তা টাকা, যা অতীতের সকল রেকর্ড ভেঙেছে। এবার ৩ মাস ১৪ দিন পর দানবাক্সগুলো খোলা হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সকাল ৭টায় ১০টি দানবাক্স ও একটি ট্যাঙ্ক থেকে ২৯ বস্তা টাকা পাওয়া গেছে। সঙ্গে পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা ও সোনার গয়না। জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে কড়া নিরাপত্তায় সিন্দুকগুলো খোলা হয়েছে।
বাংলাদেশিদের চিকিৎসা দেবে না কলকাতার হাসপাতাল
ভারতের পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার মানিকতলা এলাকার জেএন রায় হাসপাতাল বলেছে, তারা আর বাংলাদেশ থেকে আসা রোগীদের চিকিৎসাসেবা দেবে না। বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননা এবং দেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে এ সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার (৩০ নভেম্বর) পিটিআইয়ের খবরে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের জেএন রায় হাসপাতাল অনির্দিষ্টকাল পর্যন্ত বাংলাদেশি রোগীদের চিকিৎসা করবে না বলে একটি বিজ্ঞপ্তি জারি করেছে।
আর্মি স্টেডিয়ামে ২১শে ডিসেম্বর চ্যারিটি কনসার্ট
রাজধানীর আর্মি স্টেডিয়ামে আগামী ২১শে ডিসেম্বর ‘ইকোস অব রেভ্যুলেশন’ শিরোনামে চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত হবে। এই কনসার্ট থেকে আয়কৃত অর্থ জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে সহায়তায় শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দান করা হবে। শুক্রবার (২৯শে নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে কনসার্টটির আয়োজক স্পিরিটস অফ জুলাই আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। কনসার্টে বিশ্বখ্যাত সংগীতজ্ঞ রাহাত ফাতেহ আলী খান সঙ্গীত পরিবেশন করবেন। এছাড়া দেশের কয়েকটি ব্যান্ড দলও এই কনসার্টে গাইবে।
রোনালদোর জোড়া গোলে আল নাসরের সহজ জয়
সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আরও একবার জ্বলে উঠলেন ঘরের মাঠে। দামাকের জালে একাই দুইবার বল পাঠিয়েছেন এই পর্তুগিজ তারকা। তার এমন দুর্দান্ত পারফরম্যান্সে সহজ জয় পেয়েছে আল নাসর। শুক্রবার ঘরের মাঠে সৌদি প্রো লিগের ম্যাচে দামাককে ২-০ গোলে হারায় আল নাস্র। সৌদি প্রো লিগে গত রাউন্ডে হারের পর এবার জয়ের স্বাদ পেল আল নাস্র। ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে আছে তারা। ১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে আল হিলাল দুইয়ে, ৩০ পয়েন্ট নিয়ে আল-ইত্তিহাদ শীর্ষে আছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।