স্যার ডন ব্র্যাডম্যানের গ্রিন টুপি বিক্রি হলো ৪ কোটিতে!

রায়হান রাজীব | প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৩

ছবি: সংগৃহীত

স্যার ডন ব্র্যাডম্যানের গ্রিন টুপি বিক্রি হলো ৪ কোটিতে!

আহামরি কোনো কিছু নেই, ভালিকা কাপড়ের তৈরি সবুজ রঙের একটি টুপি আর সামনে একটি অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের একটি লোগো ব্যাস, এ টুকুই। এছাড়া টুপিটি নতুনও নয় এটির বয়সও প্রায় ৭৭ বছর, সূর্যের তাপে খানিকটা খানি রংও বদলে গিয়েছে, পাশাপাশি খানিকটা পোকাও কেটেছে। এমন টুপিই নিলামে বিক্রি হলো ৪ লাখ ৭৯ হাজার ৭০০ অস্ট্রেলিয়ান ডলারে যা বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৭৩ লক্ষ্য ১১ হাজার টাকা! এর কারণ শুধু একটাই সেটি হলো এই টুপিটি এক সিরিজে মাথায় উঠেছিল ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটার স্যার ডন ব্র্যাডম্যানের মাথায়।

শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা

গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। এ ছাড়া শেখ হাসিনার বক্তব্য সরাতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এর আগে, সকালে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করে প্রসিকিউশন টিম।

ভারতীয় শাড়ি রাস্তায় ফেলে আগুনে পোড়ালেন রিজভী

এবার ভারতীয় শাড়ি রাস্তায় ফেলে আগুনে পুড়িয়ে প্রতিবাদ জানালেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশের পতাকা অবমাননার প্রতিবাদে এ প্রতিক্রিয়া দেখান তিনি। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) প্রেস ক্লাবের সামনে দেশীয় পণ্য, কিনে হও ধন্য’ শিরোনামে একটি সভায় ভারতীয় শাড়িতে তাকে আগুন দিতে দেখা যায়। এ সময় সঙ্গে ছিলেন নেতাকর্মী ও সমর্থকরা। সভায় রিজভী বলেন, ভারতীয় ভিসা বন্ধ করে বাংলাদেশ সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমরা একবেলা খেয়ে থাকব, তবুও মাথা নত করব না।

আইনজীবী সাইফুল হত্যার প্রধান আসামি চন্দন গ্রেপ্তার

চট্টগ্রাম আদালতের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাত পৌনে ১২টার দিকে কিশোরগঞ্জের ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার পর মামলা হলে প্রধান আসামি চন্দনকে ধরতে চট্টগ্রাম ডিবি গত দুদিন ধরে ভৈরবে অবস্থান করছিল। ডিবি জানতে পারে আসামি চন্দনের শ্বশুরবাড়ি ভৈরব এলাকায়। কিন্তু চন্দনের খোঁজ পাচ্ছিল না ডিবি। গতকাল তথ্যপ্রযুক্তির মাধ্যমে জানতে পারে তিনি ভৈরবে অবস্থান করছেন।

২১ দিনের জন্য কারামুক্ত নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি

শান্তিতে নোবেলজয়ী ইরানের কারাবন্দী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদিকে তিন সপ্তাহের জন্য মুক্তি দেওয়া হয়েছে। অসুস্থ থাকায় তাঁকে সাময়িকভাবে মুক্তি দেওয়া হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান নার্গিসের আইনজীবী মুস্তাফা নিলি। এক্সে এক পোস্টে মুস্তাফা নিলি বলেছেন, চিকিৎসার জন্য নার্গিসকে তিন সপ্তাহের জন্য মুক্তি দেওয়া হয়েছে। ২১ দিন আগে নার্গিসের টিউমার অপসারণ এবং সার্জারি করা হয়। এর পরিপ্রেক্ষিতেই এই মেডিকেল সেবার জন্য নার্গিসকে মুক্তি দেওয়া হয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top