হোয়াইটওয়াশ বাংলাদেশ নারী দল
রায়হান রাজীব | প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৫
হোয়াইটওয়াশ বাংলাদেশ নারী দল
বাংলাদেশ নারী দলকে হোয়াইটওয়াশ করেছে আয়ারল্যান্ড দল। সিলেটে সিরিজের তৃতীয় ও শেষ টি- টোয়েন্টি ক্রিকেট খেলায় আয়ারল্যান্ড নারী দল ৪ উইকেটে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশকে। আগে ব্যাট করে বাংলাদেশ নারী দল ৭ উইকেটে ১২৩ রান তোলে। ওপেনার সোবহানা মোশতারী দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে, ১৯ ওভার ৫ বলে জয়ের দেখা পায় আয়ারল্যান্ড নারী দল। লরা ডিলানি দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রানে অপরাজিত থাকেন।
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক চলছে ইইউর ২৮ রাষ্ট্রদূতের
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশের ২৮ রাষ্ট্রদূতের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি দলের নেতৃত্বে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার। সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলে ১৯ জন সদস্য রয়েছেন। বাণিজ্য সুবিধা, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণে উভয়ের অঙ্গীকার ও করণীয় সম্পর্কে আলোচনা হয়েছে বৈঠকে।
পদ্মায় বৈঠকে বাংলাদেশ-ভারতের পররাষ্ট্র সচিব
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ-ভারতের পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দিল্লির পক্ষে নেতৃত্ব দিতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অংশ নিয়েছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ভারতের পররাষ্ট্র সচিবের গাড়ি বহর পদ্মায় প্রবেশ করে। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই হবে ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের প্রথম বৈঠক। ভারতের পররাষ্ট্রসচিব হিসেবে এটি হবে বিক্রম মিশ্রির প্রথম বাংলাদেশ সফর।
ঢাকা থেকে আগরতলা অভিমুখে বিএনপির ৩ সংগঠনের লংমার্চ
ভারতে বাংলাদেশের দূতাবাসে হামলা, পতাকা অবমাননা, ভারতের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্য সন্ত্রাস এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত থাকার দাবিতে স্মারকলিপির পর এবার লংমার্চের ঘোষণা এসেছে। জাতীয়তাবাদী ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং যুবদল বুধবার (১১ ডিসেম্বর) আগরতলা অভিমুখে লংমার্চ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
বেগম রোকেয়া পদক পেলেন ৪ বিশিষ্ট নারী
সমাজ, নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য চারজন বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক-২০২৪ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ সোমবার বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৪তম জন্ম ও ৯২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রধান উপদেষ্টা বলেছেন, বেগম রোকেয়া নারী মুক্তির অনুপ্রেরণা। তার স্মৃতিকে ধারণ করে তাকে সম্মানিত করতে পেরে আমরা গর্বিত।
২ জানুয়ারির আগে ভোটার হওয়ার আহবান ইসির
১৮ বা তার বেশি বয়সীদেরর মধ্যে যাদের এখনো জাতীয় পরিচয়পত্র হয়নি তাদেরকে খসড়া ভোটার তালিকা প্রকাশের আগেই, ভোটার হওয়ার অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন। আগামী ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। আজ সোমবার (৯ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসি জানিয়েছে, ১ জানুয়ারি ২০০৭ বা এর আগে যেসব নাগরিকের জন্ম হয়েছে তারা ভোটার না হয়ে থাকলে তাদেরকে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করে ভোটার হওয়ার অনুরোধ করা হল। আগামী বছরের ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার পরিকল্পনা নিয়েছে নতুন কমিশন।
দুদক ও বিচার বিভাগ হাসিনার দাসে পরিণত হয়েছিল: আইন উপদেষ্টা
দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বিচার বিভাগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন অন্তর্র্বতী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ সোমবার সকালে রাজধানীর কাকরাইলে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। গত ১৬ বছরে সরকারি-বেসরকারি খাতে দুর্নীতির ফিরিস্তি তুলে ধরে আসিফ নজরুল বলেন, রাজনৈতিক লোককে দোষ দিয়ে নিজের অন্যায় ঢাকার চেষ্টা করা থেকে বিরতি থাকতে হবে। তরুণদের কাছ থেকে শিখে ভালো কাজ করতে হবে।
বিদ্রোহীদের দখলে সিরিয়া, মানবিক দিক বিবেচনা করে রাজনৈতিক আশ্রয় দিয়েছে মস্কো
বিদ্রোহীদের হাতে দামেস্ক পতনের মুখে দেশ থেকে পালিয়ে রাশিয়ায় পরিবারসহ আশ্রয় নিয়েছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার পরিবারের সদস্যদের নিয়ে মস্কোয় পৌঁছেছেন। মানবিক দিক বিবেচনা করে রাশিয়া তাদের রাজনৈতিক আশ্রয় দিয়েছে। সিরিয়ার বিদ্রোহী যোদ্ধাদের অভিযানে রোববার বাশার সরকারের পতন ঘটে। এর মধ্য দিয়ে দেশটিতে তার দুই যুগের শাসনের অবসান ঘটে।
ব্যাঙের বিষে প্রাণ গেল অভিনেত্রীর
ধর্মীয় আচার অনুষ্ঠান পালনে ব্যাঙের বিষ শরীরে নিয়ে মারা গেছেন মেক্সিকোর এক অভিনেত্রী। ৩৩ বছর বয়সি এ অভিনেত্রীর নাম মার্চেলা আলকাজার রদ্রিগেজ। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, কম্বো নামে একটি আচার-অনুষ্ঠানে অংশ নেন অভিনেত্রী মার্চেলা। এ অনুষ্ঠান দক্ষিণ আমেরিকার আদিবাসীদের একটি বিপজ্জনক ঐতিহ্যবাহী ধর্মীয় অনুষ্ঠান। সেখানে বিষ গ্রহণের মাধ্যমে শরীর থেকে বিষাক্ত পদার্থ পরিষ্কার করার চেষ্টা করা হয়। গত শনিবার এরকমই একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার পর বমি হয় মার্চেলার। এরপর মারাত্মকভাবে তার ডায়েরিয়া শুরু হয়। অসুস্থ মার্চেলাকে রেড ক্রস হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।