ঘরেই নির্যাতনের শিকার হাজারও নারী
রায়হান রাজীব | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৪, ১৬:৪২
ঘরেই নির্যাতনের শিকার হাজারও নারী
বাংলাদেশে বছরে অন্তত ১২ থেকে ১৫ হাজার নারী নিজ ঘরেই নির্যাতনের শিকার হচ্ছেন। শুধুমাত্র ট্রিপল নাইন থেকেই এ তথ্য পাওয়া গেছে। ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ওসিসির তথ্য বলছে, ডিসেম্বরের ৯ তারিখ পর্যন্ত এবছর ৪১৭ জন নারী নির্যাতনের শিকার হয়ে এখানে ভর্তি হয়েছেন। পুলিশের জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর তথ্য অনুযায়ী এবছর অক্টোবর পর্যন্ত প্রায় ১০ হাজার, স্ত্রী নির্যাতনের ঘটনার সেবা দেয়া হয়েছে। মহিলা পরিষদের তথ্য বলছে, গেল নভেম্বর মাসে ১৬৫ জন নারী ও কন্যা নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৭জন।
জয় বাংলা জাতীয় স্লোগান থাকছে না
জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। এর ফলে জয় বাংলা এখন থেকে আর জাতীয় স্লোগান থাকছে না। মঙ্গলবার (১০ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। গত ২ ডিসেম্বর জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ২০২০ সালের ১০ই মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
ন্যাচার সাময়িকীর শীর্ষ ১০ জনে ড. ইউনূস
জ্ঞান-বিজ্ঞানসহ বিভিন্ন শাখায় অবদান রাখায় বিশ্বের শীর্ষ ১০ ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন অর্ন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, ডক্টর মুহাম্মদ ইউনূস। একইসাথে তাঁকে জাতিগঠনের কারিগর হিসেবেও আখ্যায়িত করা হয়েছে। এতে বলা হয়েছে, বিপ্লবী অর্থনীতিবিদ থেকে বাংলাদেশের নেতা হয়ে ওঠা ডক্টর ইউনূসের জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিলো, যা তিনি দক্ষ হাতেই সামলাচ্ছেন। ২০২৪ সালে বিশ্ব বিজ্ঞানে নতুন রূপ দেয়া ১০ জনের এই তালিকা প্রকাশ করেছে লণ্ডনভিত্তিক বিজ্ঞান সাময়িকী নেচার।
অর্থ পাচার মামলায় তারেক রহমানের দণ্ড স্থগিত
অর্থ পাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেওয়া সাত বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিলের অনুমিত দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে দণ্ড স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বেঞ্চ এ আদেশ দেন। একই সাথে ৩১ ডিসেম্বরের মধ্যে মামলার সারসংক্ষেপ আদালতে জমা দিতে বলা হয়েছে। একই মামলায় ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের সাত বছরের সাজাও স্থগিত করা হয়েছে।
শেখ হাসিনা-রেহানার ব্যাংক হিসাব তলব
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ)। একইসঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের ব্যাংক হিসাবের তথ্যও তলব করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্টের তথ্য তলব করেছে। লেনদেন তলব করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে। চিঠিতে তলব করা ব্যক্তির নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেয়া হয়েছে।
মিয়ানমার-বাংলাদেশ সীমান্তের নিয়ন্ত্রণ আরাকান আর্মির হাতে
মিয়ানমারের মংডু শহর নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। ফলে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ২৭০ কিলোমিটার সীমান্তের পুরোটাই আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গেছে। কয়েক মাস ধরে মিয়ানমারের জান্তার সঙ্গে লড়াইয়ের পর রোববার সকালে মংডু শহরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে আরাকান আর্মি। সোমবার মিয়ানমারের গণমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
তিন মহাদেশের ছয় দেশে হবে শতবর্ষের বিশ্বকাপ!
আনুষ্ঠানিকভাবে ২০৩০ বিশ্বকাপের আয়োজকের নাম চূড়ান্ত ঘোষণা করতে যাচ্ছে ফিফা। বুধবার (১১ ডিসেম্বর) বর্ধিত সভায় বিশ্বকাপের আয়োজক হিসেবে স্পেন, পর্তুগাল এবং মরক্কোর নাম ঘোষণা করবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে এই আসরের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা, উরুগুয়ে এবং প্যারাগুয়েতে। একই কংগ্রেসে ঘোষণা আসবে ২০৩৪ বিশ্বকাপের আয়োজক দেশ নিয়েও। কাতার ও মরক্কোর পর তৃতীয় আরব দেশ হিসেবে বিশ্বকাপের আয়োজক হবে সৌদি আরবও।
রাহাতের কনসার্টের টিকিট বিক্রি শুরু, সর্বোচ্চ দাম ১০ হাজার টাকা
জুলাই–আগস্ট অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তার জন্য ইকোস অব রেভল্যুশন শীর্ষক কনসার্টে গাইবেন জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। ২১ ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে কনসার্টটি আয়োজন করছে স্পিরিটস অব জুলাই প্ল্যাটফর্ম। এরইমধ্যে কনসার্টের টিকিট বিক্রি শুরু করেছেন আয়োজকেরা। এই কনসার্টের ভিআইপি টিকিটের মূল্য ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও আরও দুটি ক্যাটাগরির টিকিট ছাড়া হয়েছে। এর মধ্যে প্রথম সারিতে ৪৫০০ টাকা এবং সাধারণ টিকিট ২৫০০ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে।
দাম্পত্য সমস্যা দূর করার কৌশল জানালেন শাহরুখ
স্ত্রী সন্তানদের নিয়ে ভরপুর সুখের সংসার বলিউড কিং শাহরুখ খানের। সম্প্রতি দিল্লিতে একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি। সেখানে দাম্পত্য জীবনে সুখী হওয়ার মন্ত্র জানিয়েছেন বলিউড বাদশাহ। বর ও কনের সঙ্গে কথোপকথনের সময়ে প্রেম নিয়ে পরামর্শ দেন তিনি। শাহরুখ বলেন, নিজেদের মধ্যে বন্ধুত্ব বজায় রাখলে, দাম্পত্যে কোনও সমস্যা থাকবে না। তবে সমস্যা যদি হয়, চিন্তা করো না। আমি আছি তো! আমিই তো লাভ গুরু। আমি নিশ্চিতভাবে তোমাদের সব সমস্যা দূর করে দেব। কিং খানের কাছ থেকে এই পরামর্শ শুনে উচ্ছ্বসিত হয়ে ওঠেন নবদম্পতি। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।