এখন সাইবার জগতেও যুদ্ধ করতে হবে

রায়হান রাজীব | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৪, ১৭:২৯

ছবি: সংগৃহীত

এখন সাইবার জগতেও যুদ্ধ করতে হবে

বিদেশে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ঠেকাতে এখন আর শুধু স্লোগানের রাজনীতি যথেষ্ট নয়, বরং সাইবার জগতেও যুদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১০ ডিসেম্বর) লন্ডনে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, ৫ আগস্টের পরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে যথাযথ প্রতিরোধ করতে পারেনি বলে আমি মনে করি।

১৫ই ডিসেম্বর থেকে এমআরপি পাসপোর্ট পাবেন প্রবাসীরা

আগামী ১৫ই ডিসেম্বর থেকে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) পাবেন প্রবাসীরা। যাঁরা এরই মধ্যে আবেদন করেছেন, তাঁরা আগামী তিন থেকে চার সপ্তাহের মধ্যে সবাই এই পাসপোর্ট পাবেন। বুধবার সকালে আইন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিও বার্তায় এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, মঙ্গলবার একটি বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী ১৫ই ডিসেম্বর থেকে প্রবাসীরা এমআরপি পাওয়া শুরু করবেন।

ভারত হাসিনাকে ফেরত না দিলেও বিচার চলবে: টবি ক্যাডম্যান

শেখ হাসিনাকে ফেরাতে ভারত কি করবে জানি না, তবে ভারত যদি না দেয় তাহলে তার অনুপস্থিতিতে বিচার চলবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। বুধবার (১১ ডিসেম্বর) সকালে প্রসিকিউশন টিমের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। এ সময় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান জানান আন্তর্জাতিক এই অপরাধ আইন বিশেষজ্ঞ।

ষড়যন্ত্রকারীদের চোখ রাঙানি দেশের মানুষ পরোয়া করে না

দেশ যখন ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে, তখন ফ্যাসিস্টরা দেশকে অশান্ত করার চেষ্টা করছে। ফ্যাসিস্ট ও ষড়যন্ত্রকারীদের চোখ রাঙানিকে দেশের মানুষ পরোয়া করে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর মগবাজারে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর বলেন, ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। তাদের ত্যাগের মর্যাদা দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আটক বাংলাদেশি ৭৮ নাবিকের ছবি প্রকাশ করেছে ভারতীয় কোস্টগার্ড

আটক বাংলাদেশি ৭৮ নাবিকসহ ২টি ট্রলারের ছবি প্রকাশ করেছে ভারতীয় কোস্টগার্ড। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে সংস্থাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মোট তিনটি ছবি প্রকাশ করে। ছবিতে দেখা যায়, আটক ট্রলারের নাবিকেরা নৌযানের ডেকের ওপর হাত মাথার পেছনে রেখে হাঁটু গেড়ে বসে আছেন। নাবিকদের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ভারতীয় কোস্টগার্ডের সদস্যদের। আরেকটি ছবিতে দেখা যায়, সাগরে চলছে বাংলাদেশের দুটি ট্রলার। তৃতীয় ছবিতে ছিল জেটিতে ট্রলার দুটি নিয়ে আসার দৃশ্য।

পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিয়ে যেতে হবে

শিক্ষা, প্রযুক্তি ও অর্থনীতিতে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নেওয়ার বিষয়ে জোর দিয়েছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, প্রাকৃতিক সৌন্দর্য, সম্পদে পরিপূর্ণ পার্বত্য জেলাগুলো বাংলাদেশের সবচেয়ে উন্নত অঞ্চল হতে পারত, কিন্তু সবচেয়ে পেছনে পড়ে আছে। তিনি আরও বলেন, পার্বত্য এলাকাগুলো দুর্গম, সেজন্য যোগাযোগ করা কঠিন হয়। আর এ কারণেই সেখানে প্রযুক্তির প্রসার দরকার। প্রযুক্তি দিয়ে এ দূরত্ব জয় করা যাবে।

আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা নিয়ে যা বললো আমেরিকা

এবার আমেরিকার পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার বিষয়টি উঠে এসেছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্ন করা হয়। ব্রিফিংয়ে জানতে চাওয়া হয়, ভারতের অভ্যন্তরে বাংলাদেশের একটি কূটনৈতিক মিশনে হামলার ঘটনা এবং বাংলাদেশকে কেন্দ্র করে ভারতের আগ্রাসী বক্তব্য নিয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা। জবাবে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, আমরা চাই শান্তিপূর্ণভাবে সব পক্ষ তাদের মধ্যকার বিরোধ সমাধান করবে।

টেকনাফ-সেন্টমার্টিন রুটে ট্রলার চলাচল বন্ধ

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান যুদ্ধের জেরে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মংডু শহর পুরোপুরি দখলে নিয়েছে। এ অবস্থায় বুধবার (১১ ডিসেম্বর) থেকে টেকনাফ সেন্টমার্টিন রুটে সব ধরনের ট্রলার চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন।  এছাড়া টেকনাফের নাফ নদীতে সব ধরনের ট্রলার চলাচলে সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি)।

নতুন বছরের শুরুতেই আসছে পরীমনির সিনেমা

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি কলকাতায় শুরু করেছেন নতুন এক অধ্যায়। তার প্রথম কলকাতার ছবি ফেলুবক্সী আগামী বছরের ১৭ই জানুয়ারি মুক্তি পাচ্ছে। মাতৃত্বকালীন বিরতির পালা শেষ করে আবারও বড় পর্দায় হাজির হচ্ছেন পরীমনি। থ্রিলারধর্মী এই ছবিটি পরিচালনা করেছেন দেবরাজ সিনহা। যেখানে পরী মণির বিপরীতে অভিনয় করেছেন কলকাতার সোহম চক্রবর্তী এবং মধুমিতা সরকার। এই ছবির মাধ্যমে কলকাতায় পরী মণির ক্যারিয়ার নতুনভাবে শুরু হচ্ছে।

বড় হারে সিরিজ খোয়ালো বাংলাদেশ

হার দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তাই সিরিজ বাঁচিয়ে রাখতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না টাইগারদের সামনে। সেন্ট কিটসে ৭ উইকেটের বড় ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে মেহেদী হাসান মিরাজের দল। ৭৯ বল হাতে রেখে পাওয়া জয়ে তিন ম্যাচ সিরিজ এক ওয়ানডে বাকি থাকতেই নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। ২২৮ রানের লক্ষ্য তাড়ায় ১৯ ওভারে বিনা উইকেটেই ১০০ রান তুলে ফেলে ওয়েস্ট ইন্ডিজ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top