কিয়েভের ৬ দূতাবাসে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

রাজীব রায়হান | প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৪

ছবি: সংগৃহীত

কিয়েভের ৬ দূতাবাসে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হামলায় ৬টি বিদেশি দূতাবাস ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এএফপি জানিয়েছে, শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে রাশিয়া দফায় দফায় হামলা চালিয়েছে কিয়েভে। একের পর এক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কিয়েভের আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে। এদিকে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় কিয়েভে আলবেনিয়া, আর্জেন্টিনা, উত্তর মেসিডোনিয়া, ফিলিস্তিন, পর্তুগাল এবং মন্টিনিগ্রোর কূটনৈতিক মিশন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রাতে মুখোমুখি বার্সেলোনা-অ্যাটলেটিকো মাদ্রিদ

স্প্যানিশ লিগ ফুটবলে আজ রাতে মুখোমুখি হবে স্বাগতিক বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদ। চলতি মৌসুমে এখন পর্যন্ত নিজেদের ১৮টি ম্যাচের ১২টিতে জয় দিয়ে ৩৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে বার্সেলোনা। শীর্ষ স্থান ধরে রেখেই এই মৌসুমের শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে যেতে চায় কাতালানরা। তাই অ্যাটলেটিকোর বিপক্ষে জয়কে লক্ষ্য করেই মাঠে নামবে হানসি ফ্লিকের শিষ্যরা। এদিকে, সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় লা লিগা পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। দলটির লক্ষ্য বার্সেলোনাকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষ স্থান দখলে নেয়া। অলিম্পিক লুইস কোম্পানিস স্টেডিয়ামে বাংলাদেশ সময় খেলাটি শুরু হবে রাত ২টায়।

ইকোস অব রেভল্যুশন কনসার্ট আজ

বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আজ শনিবার অনুষ্ঠিত হতে চলেছে কনসার্ট ইকোস অব রেভল্যুশন। দেশের নামকরা ব্যান্ডশিল্পীসহ সংগীত পরিবেশনা করবেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলী খান। কনসার্টটি সুন্দরভাবে শেষ করতে আর্মি স্টেডিয়াম এলাকায় দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত যানবাহন চলাচলের ক্ষেত্রে নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। শুক্রবার ডিএমপির ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, কনসার্ট উপলক্ষে দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত টোল ব্যতীত এয়ারপোর্ট, কুড়িল ও বনানী র‌্যাম্প দিয়ে এক্সপ্রেসওয়ে ব্যবহার করা যাবে।

নির্বাচনের পর নিজের কাজে ফিরে যাব

অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী সংসদ নির্বাচন আয়োজনের পর নিজের নিয়মিত কাজে ফিরে যাবেন। শুক্রবার ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমনটি জানিয়েছেন। সাক্ষাৎকারে জানতে চাওয়া হয় ২০২৫ সালে নির্বাচন আয়োজনের পর তিনি কী করবেন? এর জবাবে প্রধান উপদেষ্টা বলেন, আমার চাকরি আসলে কেড়ে নেওয়া হয়েছে। আমাকে জোর করে এ কাজে আনা হয়েছে। আমি আমার কাজ করছিলাম এবং তা উপভোগ করছিলাম। এ জন্য আমি প্যারিসে ছিলাম। সেখান থেকে আমাকে টেনে আনা হয়েছে অন্য কিছু করার জন্য। সুতরাং আমি আমার নিয়মিত কাজে ফিরে যেতে পারলে খুশি হব, যা আমি আমার সারা জীবন ধরে করেছি। আর তরুণরাও এটিকে ভালোবাসে। সুতরাং আমি আমার সেই দলে বা আন্দোলনে ফিরে যাব যেটা আমি সারা বিশ্বে তৈরি করেছি।

পুঁজিবাজারে দুরবস্থায় নিয়ন্ত্রক সংস্থারও দায় আছে

পুঁজিবাজারের দুরবস্থার জন্য কারসাজিকারীদের পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থারও দায় আছে বলে মন্তব্য করেছেন অন্তর্র্বতী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। শনিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে গবেষণা প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।  এসময় অর্থ অপদেষ্টা বলেন, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজার সংস্কারে কাজ চলছে। সরকারি পরিসংখ্যানের তথ্য বিভ্রাটের পেছনে নীতিনির্ধারকদের নেতিবাচক ভূমিকা রয়েছে বলেও মনে করেন অর্থ উপদেষ্টা।

সড়ক ও পরিবহন খাতে দুর্নীতি বন্ধ হয়নি’

সড়ক ও পরিবহন খাতে দুর্নীতি এখনও বন্ধ হয়নি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। শনিবার (২১ ডিসেম্বর) সকালে রাজধানীর রমনায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে রোড সেফটি ফাউন্ডেশন আয়োজিত জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, নৈরাজ্যের সাথে রাজনৈতিক প্রভাব জড়িত। সড়কে নৈরাজ্য বন্ধের বিষয়টি গুরুত্বের সাথে দেখার কথা জানান উপদেষ্টা। এসময় ভবিষ্যতে জনবান্ধব উন্নয়নের জন্য সাধারণ মানুষের প্রয়োজনকে প্রাধান্য দিয়ে পরিকল্পনা চূড়ান্ত করার কথাও জানান তথ্য উপদেষ্টা।

টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক তুরাগ নদীতে

গাজীপুরের টঙ্গী বেইলি ব্রিজ ভেঙে ট্রাক দুর্ঘটনা ঘটেছে। ফলে ওই লেনে যান চলাচল বন্ধ আছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ চলাচলকারীদের বিকল্প পথে চলতে অনুরোধ করেছে। শনিবার (২১ আগস্ট) ভোরে এই দুর্ঘটনা ঘটে বলে জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ইব্রাহিম খান। তিনি বলেন, ভোরে পাথর বোঝাই একটি ট্রাক পুরনো বেইলি ব্রিজ ভেঙে তুরাগ নদে গিয়ে পড়ে যায়। তথ্য পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাটি সড়ক ও জনপথকে জানানো হয়েছে। তারা এ বিষয়ে ব্যবস্থা নেবেন।

 

 

 

 

 

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top