বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

বিচ্ছেদের পথে সৃজিত-মিথিলা

রাজীব রায়হান | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৯

ছবি: সংগৃহীত

বিচ্ছেদের পথে সৃজিত-মিথিলা

ভালোবেসে বছর চারেক আগে পশ্চিমবঙ্গের জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়কে বিয়ে করেছিলেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রাশিদ মিথিলা। বিয়ের পর মেয়ে আইরাকে নিয়ে বছরখানেক কলকাতাতে থিতুও হয়েছিলেন এই অভিনেত্রী। কিন্তু সেসব এখন অতীত। আইরাকে ফের দেশে ফিরিয়ে এনেছেন মিথিলা। ভর্তি করিয়েছেন এখানকার স্কুলে। বর্তমানে মায়ের পরিবারের সঙ্গেই থাকছেন মিথিলাকন্যা। বহুদিন ধরেই সৃজিত-মিথিলার দাম্পত্য নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, সম্প্রতি তাদের বিচ্ছেদেরও খবর প্রকাশ হয়েছে।

ঘরের মাঠে বিধ্বস্ত ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসির ড্র

দুঃস্বপ্নের এক রাত কাটলো ম্যানচেস্টার ইউনাইটেডের। বড়দিনের আগে ঘরের মাঠে বোর্নমাউথের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হলো তারা। অন্যদিকে চেলসি ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে ওঠার সুযোগ মিস করেছে এভারটনের বিপক্ষে ০-০ গোলের ড্র করে। ইউনাইটেডের কোচ রুবেন আমোরিম, যিনি আবারও মার্কাস রাশফোর্ডকে তার স্কোয়াডের বাইরে রাখার মাশুল দিলেন বড় হারে। এমন সিদ্ধান্ত তাকে ফেলেছে প্রবল সমালোচনার মুখে।

শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

জুলাই গণহত্যায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে এই তথ্য জানিয়েছেন অন্তর্র্বতী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র উপদেষ্টা জানান, বাংলাদেশের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে। ওই চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত চেয়েছে ঢাকা। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছিলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে।

বাতিল হলো বঙ্গবন্ধু সাফারি পার্ক প্রকল্প

আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় নেওয়া অলাভজনক বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্প বাতিলের সিদ্ধান্ত হয়েছে। সোমবার (২৩) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাজধানীর শেরে বাংলা নগরে অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস। সভায় প্রকল্পটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভার আগে অনুমোদিত এই প্রকল্প বাতিলের প্রস্তাব করেছে পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট বিভাগ।

বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন গঠন

বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিশন গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দফতরে বিজিবি দিবস উপলক্ষে পদক দেয়া অনুষ্ঠানে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়েছে। রোববার রাতে প্রধান উপদেষ্টা এতে সই করেছেন। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দফতরে বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হয়।

সংস্কারের কোনো বিকল্প নেই: আসিফ নজরুল

আইন, বিচারও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বছরখানেক সময় পেলে সংস্কার কাজগুলো করে যাবেন। পরবর্তী রাজনৈতিক সরকার সহজে এই সংস্কারগুলো বদলাতে বা বাতিল করতে পারবে না। আমাদের জন্য সংস্কারের কোনো বিকল্প নেই। সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত এক সংলাপে এসব বলেন তিনি। আসিফ নজরুল জানান, অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও সংস্কার কমিশনের প্রধান জাতীয় ঐকমত্যের প্রশ্নে সংস্কার বাস্তবায়নে মৌখিক সম্মতি দিয়েছেন।

পান্থকুঞ্জ ও আনোয়ারা পার্ক নিয়ে নতুন করে ভাবছি: পরিবেশ উপদেষ্টা

অন্তর্র্বতী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাজধানীর কারওয়ান বাজার লাগোয়া পান্থকুঞ্জ পার্ক ও ফার্মগেটের শহীদ আনোয়ারা পার্ক নিয়ে আমরা নতুন করে ভাবছি৷ সোমবার (২৩ ডিসেম্বর) সকালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রিজওয়ানা হাসান বলেন, প্লাস্টিকের বোতল ও পলিথিন ব্যবহারের কারণে খাবারে ও মায়ের দুধের সঙ্গে মাইক্রোপ্লাস্টিক মিশে যাচ্ছে। এ অবস্থায় চটের ব্যাগকে আমরা পলিথিনের ব্যাগের বিকল্প ভাবতে পারি। এ সময় পরিবেশ উপদেষ্টা ঢাকায় ২৫টি খাল শনাক্ত করা হয়েছে বলেও জানান।

মুক্তিযোদ্ধাকে হেনস্তা: জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ

কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে হেনস্তার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর)  দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে হেনস্তার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। পুলিশ ও স্থানীয় প্রশাসনকে ঘটনার তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জন্য নির্দেশ দেয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, আব্দুল হাই হত্যাসহ ৯টি মামলার আসামি। আমরা সকলকে আইন নিজের হাতে তুলে নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top