ঢাবিতে ঘৃণার প্রতীক হাসিনার সেই ছবি আবার আঁকা হল

রাজীব রায়হান | প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৪, ১৭:২৪

ছবি: সংগৃহীত

ঢাবিতে ঘৃণার প্রতীক হাসিনার সেই ছবি আবার আঁকা হল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য–লাগোয়া মেট্রোরেলের পিলারে আবারও আঁকা হয়েছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রাফিতি। গতকাল রবিবার মধ্যরাতে এই গ্রাফিতি আঁকা হয়। সেখানে আজ সোমবার জুতা ও ঝাড়ু নিক্ষেপ কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। এর আগে, শেখ হাসিনার গ্রাফিতি সম্বলিত ঘৃণাস্তম্ভ মুছে ফেলার প্রতিবাদে বিক্ষোভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত চায় তারা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি দুঃখও প্রকাশ করে বিবৃতি দেয়।

অভ্যুত্থানের উদ্দেশ্য ধারণ করে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ২০২৪-এর অভ্যুত্থানের উদ্দেশ্য ধারণ করে কাজ করতে হবে। সরকারের কার্যক্রমে মানুষ যেন বুঝতে পারে যে, পরিবর্তন হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, অর্ন্তর্বতী সরকার সবার অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তাই মাঠ পর্যায়ে বিভিন্ন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের মনোযোগী হতে হবে।

৩ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দেবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন

আগামী মঙ্গলবার সম্ভব না হলেও শুক্রবারের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দেবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। প্রতিবেদন চূড়ান্ত করার আগে নতুন নির্বাচন কমিশনের মতামত নিয়েছে সংস্কার কমিশন। রোববার (২৯ ডিসেম্বর) সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদন ৩১ ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে দেওয়ার চেষ্টা করব, তা না হলে জানুয়ারির ৩ তারিখের মধ্যে দিয়ে দেব। এর আগে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে সংস্কার কমিশন।

নিষিদ্ধ না হলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: সিইসি

সরকার বা আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে দলটির নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সিইসি বলেন, এখন নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন। ডানে বামের বা বহির্বিশ্বের কোনো চাপ নেই। এখন আমরা বিবেকের চাপে আছি। এ দেশে ভালো নির্বাচন করাও সম্ভব, খারাপ নির্বাচন করাও সম্ভব।

ট্রেইনি চিকিৎসকদের আন্দোলন প্রত্যাহার

ভাতা বাড়ানোর দাবি মেনে নিয়ে সরকারের পক্ষ থেকে গেজেট প্রকাশ করায় কর্মবিরতিসহ আন্দোলন প্রত্যাহার করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে বিএসএমএমইউতে সংবাদ সম্মেলন করে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন তারা। এদিকে, অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী জানুয়ারি মাস থেকে ৩০ হাজার টাকা ভাতা পাবেন, এরপর জুলাই মাস থেকেই ৩৫ হাজার করে ভাতা পাবেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা।

বাদাম চাষি থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও নোবেল বিজয়ী

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার ১০০ বছর বয়সে এসে মারা গেছেন। তার ফাউন্ডেশন - কার্টার সেন্টার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। রোববার জর্জিয়ার প্লেইনসে নিজ বাড়িতেই শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন তিনি। জিমি কার্টার যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট হিসেবে ১৯৭৭ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। তার ছেলে চিপ কার্টার বলেছেন, আমার বাবা শুধু আমার কাছেই নয়, বরং যারা শান্তি, মানবাধিকার ও নি:স্বার্থ ভালোবাসায় বিশ্বাস করে তাদের সবার কাছেই একজন হিরো বা বীর ছিলেন।

মিরাজের গাড়ি আটকে দিলেন দর্শকরা, স্টেডিয়ামের গেট ভাঙচুর

বিপিএলের টিকিট না পেয়ে ক্ষোভে স্টেডিয়ামের দুই নম্বর গেট ভেঙে ফেলেছেন বিক্ষুব্ধ দর্শকরা। শুধু তাই নয় খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ব্যক্তিগত গাড়িও আটকে দেন তারা। রোববার (২৯ ডিসেম্বর) এক বিবৃতিতে বিসিবি জানিয়েছিল, মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন কোন বুকে টিকিট বিক্রি হবে না। টিকিট পাওয়া যাবে অনলাইনে এবং মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখায়। পরিস্থিতি সামলাতে শেষ পর্যন্ত পুলিশের লাঠিপেটা করতে হয়েছে।

থার্টি ফার্স্ট নাইট নিয়ে সতর্ক করলেন জয়া আহসান

নতুন বছরকে স্বাগত জানাতে সবার অপেক্ষা থাকে। তবে ৩১ ডিসেম্বরের রাতটিতে আতঙ্কের মাঝেও কাটান অনেকে। এই রাতে শ্রবণজনিত সমস্যা থেকে শুরু করে মানসিক ব্যধিরও শিকার হতে হয় অনেকে। বিশেষ করে বছরের শুরুর দিনে রাস্তায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায় অসংখ্য পাখির নিথর দেহ! বিষয়টি নিয়ে সোমবার সকালে সামাজিক মাধ্যমে এক দীর্ঘ পোস্ট লেখেন জয়া আহসান। সেখানে উঠে আসে- নতুন বছর বরণকে কেন্দ্র করে প্রাণিহত্যার দিকটি। সরাসরি না হলেও পরোক্ষভাবে এই হত্যার দায় নিজেদের বলেও সতর্ক করেন অভিনেত্রী।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top