টানা ৫ দিন বৃষ্টির আভাস, ৭ জেলায় ঝড়ের সতর্কতা
সাবিকুন নাহার সাদিয়া | প্রকাশিত: ১৯ আগষ্ট ২০২৫, ১৬:০২

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে আগামী ৫ দিন বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ (১৯ আগস্ট) সন্ধ্যার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ ঝড়-বৃষ্টি হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত এবং দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৫ দিন দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সামান্য কমতে পারে বা অপরিবর্তিত থাকতে পারে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।