পঁচিশের প্রথম প্রহরেই রক্তাক্ত আমেরিকা
রাজীব রায়হান | প্রকাশিত: ২ জানুয়ারী ২০২৫, ১৬:৫৬
পঁচিশের প্রথম প্রহরেই রক্তাক্ত আমেরিকা
নতুন বছরের প্রথম প্রহরেই রক্তাক্ত হলো আমেরিকা। হতাহত কমপক্ষে ৪০ জন। লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরের বোরবন স্ট্রিটে স্থানীয় সময় বুধবার ভোরে নতুন বছর উদযাপনে ব্যস্ত ছিলেন মার্কিনিরা। ওই ভিড়ের মধ্যে ট্রাক চালিয়ে দেয় এক দুর্বৃত্ত। কেবল তাতেই ক্ষান্ত হয়নি, ট্রাক থেকে নেমে গুলিও চালিয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। বর্বর এ হামলায় এখন পর্যন্ত প্রাণ গেছে ১০ জনের। আহত হয়েছেন ৩০ জনের বেশি। ফ্রেঞ্চ কোয়ার্টার নামে পরিচিত ওই এলাকায় খ্রিস্টীয় নতুন বছর উদযাপনে বহু মানুষ সমবেত হয়েছিলেন। এফবিআই শুরুতে এটি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নয় বললেও পরবর্তীতে এক বিবৃতিতে জানায়, এটি সন্ত্রাসী হামলারই নামান্তর।
ব্যক্তির শক্তির কাছে সরকারের শক্তি একেবারে নস্যি
সমাজে সেবামূলক কাজ করা শুধু সরকারের একার দায়িত্ব নয় উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অনেকের ভুল ধারণা ব্যক্তি পর্যায়ে আমাদের কাজ হলো কেবল টাকা-পয়সা রোজগার করা। নিজের স্বার্থে কাজ করা। সমাজসেবা সরকারের দায়িত্ব- এটা ভুল ধারণা। ব্যক্তির যে শক্তি আছে সেই শক্তির কাছে সরকারের শক্তি একেবারে নস্যি। মোটেই তুলনা করা যায় না। আমাদের এই প্রচণ্ড শক্তিকে জাগিয়ে তুলতে হবে। বৃহস্পতিবার (০২ জানুয়ারি) জাতীয় সমাজ সেবা দিবস-২০২৫ উপলক্ষে সমাজ সেবা অধিদফতর আয়োজিত ওয়াকাথন ও সমাজ সেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
খসড়ায় মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখ
খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে বলা হয়েছে চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন ভোটার রয়েছে। গত বছরের তুলনায় ১৮ লাখ ৩৩ হাজার ৩১২ জন ভোটার বেড়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) আগারগাঁও নির্বাচন কমিশন (ইসি) ভবনে সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি জানান, এবার খসড়া তালিকা অনুযায়ী পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ১০৩ জন। অপরদিকে নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৫৩ হাজার ৪০৯ জন। আগামী ২ মার্চ ভোটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
ক্ষমতায় গেলে সব চুক্তি পর্যালোচনা করবে বিএনপি
বিদ্যুৎখাতকে আওয়ামী লীগ ১৫ বছরে কুইক মানি তৈরির খাত বানিয়ে ছিলো বলে অভিযোগ করেছে বিএনপি। বৃহস্পতিবার চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামীতে ক্ষমতায় গেলে গেলো সরকারের সকল চুক্তি পর্যালোচনা করা হবে। বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানী খাতে আওয়ামী লীগ সরকারের দুর্নীতির নানা চিত্র তুলে ধরে বৃহস্পতিবার চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। এতে বলা হয়, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত নতুন নতুন কোম্পানি তৈরির মাধ্যমে আওয়ামী লীগের বিদ্যুৎখাতের বড় নীতি ছিল লুটপাট, দুর্নীতি ও টাকা পাচার।
বিপিএলের টিকিট না পেয়ে কাউন্টারে ভাঙচুর-অগ্নিসংযোগ
বিপিএলের উদ্বোধনী দিনেই মিরপুরে স্টেডিয়ামের গেটে ভাঙচুর চালিয়েছিল বিক্ষুব্ধ দর্শকরা। এবার আবারও ভাঙচুরের ঘটনা ঘটল। একদিন বিরতি দিয়ে আজ থেকে আবারও মিরপুরে ফিরছে বিপিএল। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিনের খেলা শুরুর আগেই টিকিট কাউন্টারে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটল। জানা গেছে, সকাল থেকে টিকিটের জন্য আগে থেকে নির্ধারিত মিরপুরের সুইমিং কমপ্লেক্সে অপেক্ষা করছিলেন দর্শকরা। অনলাইনের পাশাপাশি সেখানেই বুথে টিকিটের ব্যবস্থা করেছিল বিসিবি। তবে সাড়ে এগারোটা নাগাদ বাঁশের বেড়া ধাক্কাতে থাকেন দর্শকরা। পরে গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বুথে ভাঙচুর চালান দর্শকরা। এক পর্যায়ে সেখানে আগুন দেয় বিক্ষুব্ধরা।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।