মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয়া হবে
রাজীব রায়হান | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২৫, ১৭:৩১
মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয়া হবে
জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। সেজন্যে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ এবং নিরপেক্ষ ভোট অনুষ্ঠানে কমিশন কাজ করছে বলে জানালেন প্রধান র্র্নিবাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। রোববার (৫ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। বিগত সরকারের আমলে নির্বাচন যেভাবে কলুষিত হয়েছে, তা পুনরুদ্ধারে নির্বাচন কমিশন কাজ করবে বলেও জানান কমিশনাররা। ভোটার হালনাগাদে অনিয়ম, অস্বচ্ছতা কোনভাবেই বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন সিইসি।
তারেক রহমানের চার মামলা বাতিলের রায় আপিলে বহাল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা চাঁদাবাজির চার মামলা খারিজের হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগও। রাষ্ট্রপক্ষের আপিল আবেদন, রোববার শুনানি শেষে খারিজ করে দেন বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বের চার বিচারকের আপিল বেঞ্চ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মোট ৮২ টি মামলা হয়। এর মধ্যে ১৭ টি মামলা হয় বিতর্কিত সেনাসমর্থিত এক এগারোর সরকারের আমলে। বাকি মামলা হয় আওয়ামীলীগ আমলে। ৫ আগস্টে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের পতনের পর একে একে মামলা থেকে মুক্ত হতে শুরু করেন বিএনপির এই শীর্ষ নেতা।
খুব শিগগির দেশে ফিরবেন তারেক রহমান
সবার সাথে আলোচনা করে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ দেয়াই অন্তবর্তী সরকারের জরুরি কাজ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। না হলে নির্বাচনকে প্রলম্বিত করার সব কৌশল জনগণ প্রত্যাখ্যান করবে। চৌদ্দ দিনের লন্ডন সফর শেষে রোববার (৫ জানুয়ারি) ঢাকায় ফিরে বিমান বন্দরে সাংবাদিকদের এসব বলেন তিনি। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার সুষ্ঠু পরিবেশ এখনো তৈরি হয়নি জানিয়ে তিনি বলেন খুব শিগগিরই দেশে ফিরবেন তিনি।
দেশের সম্মান ও গৌরব অটুট রাখতে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী: প্রধান উপদেষ্টা
দেশের সম্মান ও গৌরব অটুট রাখতে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। রোববার (৫ জানুয়ারি) রাজবাড়ীতে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক বিগ্রেড গ্রুপের শীতকালীন ম্যানুভার অনুশীলন অনুষ্ঠানে তিনি একথা বলেন। অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, দেশের সম্মান ও গৌরব অটুট রাখতে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। ড. মুহাম্মদ ইউনূস বলেন, যে খেলোয়াড় যত বেশি পরিশ্রম করে তার বিজয়ী হওয়ার সম্ভাবনাও তত বেশি। যুদ্ধের ক্ষেত্রেও তাই। আভিযানিক দক্ষতা, সাহসিকতা ও পেশাদারিত্ব অর্জনে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের বাস্তবসম্মত ও যুগোপযোগী প্রশিক্ষণ নিতে হবে।
বিডিআর হত্যা মামলা: তদন্ত কমিশনের গেজেট আদালতে দাখিল
বিডিআর হত্যা মামলায় গঠিত তদন্ত কমিশনের গেজেট হাইকোর্টে দাখিল করেছে সরকার। রোববার হাইকোর্টের বিচারপতি নাইম হায়দার ও দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে গেজেট দাখিল করা হয়। গেজেটে ৯০ কার্য দিবসের মধ্যেই তদন্ত শেষ করার কথা বলা হয়েছে। নির্ধারিত সময়ে তদন্ত শেষ করতে না পারলে, রিটকারি চাইলে হাইকোর্টে নতুন করে আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন আদালত। রিটকারী বলেন, স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্ট তৈরী হলে তা হবে ঐতিহাসিক দলিল।
আইসিউতে অভিনেতা মুশফিক ফারহান
গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা মুশফিক আর ফারহান। শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার (৪ জানুয়ারি) রাতে তাকে আইসিউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) নেওয়া হয়।জানা গেছে, নাটকের শুটিং সেটে ফারহান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সাফা কবিরের সঙ্গে নাটকের শুটিং করছিলেন ফারহান। শুটিং শেষের দিকে ঘটনাটি ঘটে। হাসপাতাল সূত্র বলছে, অভিনেতা মুশফিক আর ফারহান জ্বর ও শরীর ব্যাথা নিয়ে এসেছিলেন। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়।
মিয়ানমারে সেনাবাহিনীর হামলায় নিহত ২০
সামরিক সরকার শাসিত মিয়ানমারে সেনাবাহিনীর হামলায় ২০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত আরও অনেকে। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ইরাবতী জানিয়েছে, নতুন বছরে দেশটির অন্তত পাঁচটি রাজ্য ও অঞ্চলে বোমা হামলা চালিয়েছে সেনাবাহিনী। এতে হতাহতের পাশাপাশি ধ্বংস হয়েছে বাড়িঘর, স্কুল, হাসপাতাল ও ধর্মীয় অবকাঠামো। এক বছরের বেশি সময় ধরে মিয়ানমারের সামরিক সরকারের সাথে সংঘর্ষে জড়িয়েছে বিদ্রোহী গোষ্ঠীদের জোট। এরইমধ্যে দেশটির দুই তৃতীয়াংশ ভূখন্ডের নিয়ন্ত্রণ নিয়েছে তারা।
হোয়াইট হাউজে যেতে না পেরে যা বললেন মেসি
বিশ্বের অন্যতম নামী পুরস্কার ও মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মান প্রেসিডেন্সিয়াল মেডেল অব অনার পেয়েছেন লিওনেল মেসি। বিদায়ী সময়ে লিওনেল মেসিসহ মোট ১৯ জনকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় এ মর্যাদা দেন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় দুঃখ প্রকাশ করে হোয়াইট হাউজে চিঠি দেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। সেখানে তিনি বলেন, 'এই স্বীকৃতি পাওয়া খুবই সম্মানের। আমি এর জন্য সত্যিই কৃতজ্ঞ। দুর্ভাগ্যবশত, আগে থেকেই প্রতিশ্রুতিবদ্ধ থাকার কারণে হোয়াইট হাউসে অনুষ্ঠানে যোগ দিতে পারছি না। তবে আমি এই সম্মানের প্রতি গভীরভাগে প্রশংসা করছি।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।