দুর্গাপূজার পর শেখ হাসিনার দেশে ফেরা-ষড়যন্ত্র না বাস্তবতা?
মিঠু মুরাদ | প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৭

চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই দেশকে উদ্দেশ্য করে উসকানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন তিনি। প্রায় সময়ই নেতাকর্মীদের আশ্বাস দিচ্ছেন—“বাংলাদেশে ঢুকে পড়বেন”। তবে রাজনৈতিক বিশ্লেষকরা তার এ তর্জন-গর্জনকে এখন পর্যন্ত ‘কাগুজে বাঘ’ হিসেবেই দেখছেন।
এর মধ্যেই ফের আলোচনায় এসেছে হাসিনার প্রত্যাবর্তন। দুর্গাপূজার পরই কলকাতায় থাকা আওয়ামী লীগের নিউটাউন শাখা দেশে ফেরার লড়াইয়ে নামবে বলে খবর পাওয়া গেছে। দীর্ঘ ১৫ বছরের গুম-খুনের ইতিহাসকে পাশ কাটিয়ে ভারত ও তার প্রক্সিগুলো শেখ হাসিনাকে আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র) হাসিনার পক্ষে জনমত তৈরিতে সক্রিয় ভূমিকা রাখছে। সম্প্রতি দিল্লিতে আওয়ামী লীগের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়, যার নেপথ্যে ছিল র-এর সমর্থন। সেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় সারির কমিউনিস্ট নেতা গৌতম রায়। তিনি শেখ হাসিনার সরল জীবনযাত্রার প্রশংসা করে তাকে সুফিয়া কামাল, সুচিত্রা মিত্র ও গৌরী আইয়ুবের সঙ্গে তুলনা করেন।
শুধু সম্মেলন নয়, ডিজিটাল মাধ্যমেও হাসিনার পক্ষে প্রচারণা চলছে। পশ্চিমবঙ্গের একটি ওয়েব পোর্টাল নাকি আওয়ামী লীগের কাছ থেকে কোটি টাকা নিয়ে নিয়মিত অনুষ্ঠান প্রচার করছে। ফেসবুক ইনফ্লুয়েন্সারদেরও টাকা দিয়ে পোস্ট করানো হচ্ছে বলে অভিযোগ।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার বক্তব্যে উত্তাপ থাকলেও বাস্তবতা ভিন্ন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বর্তমানে যুক্তরাষ্ট্রের শুল্কচাপে জর্জরিত। ফলে বাংলাদেশের রাজনীতিতে ভারতের পরিকল্পনা সফল হবে কি না তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
তবুও দিল্লিতে আওয়ামী নেতাদের আনাগোনা বেড়েছে। সম্প্রতি ওবায়দুল কাদের সেখানে অবস্থান করছেন। কলকাতার বুদ্ধিজীবী মহলেও হাসিনাপন্থিদের তৎপরতা চোখে পড়ছে। পূজার পর তারা বড় পদক্ষেপ নিতে পারে, যার পেছনে ‘র’-এর পূর্ণ সমর্থন থাকবে বলে জানা গেছে।
এমনকি ভুয়া ভিডিও, পিডিএফ প্রচারপত্র ছড়িয়ে হাসিনাপন্থি গোষ্ঠীগুলো ড. মুহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে। গোয়েন্দা সূত্র বলছে, এ নীলনকশা তৈরি হচ্ছে দিল্লিতে শেখ হাসিনার আশ্রয়স্থল থেকেই।
সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যাবর্তনকে ঘিরে ভারতীয় মিডিয়া ও আওয়ামী লীগ সমর্থকদের তৎপরতা নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তবে শেষ পর্যন্ত তিনি দেশে ফিরতে পারবেন কি না—তা সময়ই বলে দেবে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।