বিএনপি নয়, এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ভাবনায় এনসিপি
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৫, ১৩:৩২
বিএনপির সঙ্গে জোট নয়, এককভাবে নির্বাচনে অংশগ্রহণের চিন্তা করছে এনসিপি। শর্তসাপেক্ষে নির্বাচনী সমঝোতা হতে পারে কোনো দলের সঙ্গে। তবে বিএনপি, জামায়াত বাদে অন্যান্য দলের সঙ্গে জোট হতে পারে।
গতকাল শুক্রবার রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে এনসিপির কেন্দ্রীয় কমিটির সাধারণ সভায় এ আলোচনা হয়েছে বলে সভা সূত্র জানিয়েছে। গত বুধবার অনুষ্ঠিত দলের নির্বাহী কাউন্সিলের (ইসি) সভায় যেসব সিদ্ধান্ত হয়েছিল, তা সাধারণ সভায় সদস্যদের জানানো হয়।সন্ধ্যা ৬টায় শুরু হয়ে রাত সাড়ে ১১টা পর্যন্ত চলা সাধারণ সভায় আগামী নির্বাচন, নির্বাচনী কৌশল প্রণয়ন নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব সমকালকে বলেছেন, জোটের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এনসিপি কীভাবে নির্বাচন করবে এ নিয়ে কথা হয়েছে। সূত্র জানিয়েছে, সভায় শীর্ষ নেতারা বলেছেন, সংস্কারের বিষয়ে বিএনপি, জামায়াত কার কী অবস্থান– তা দেখে জোটের কথা ভাবা হবে। এ ছাড়া বিএনপি, জামায়াতসহ অন্যান্য দলের রাজনীতির ধরন, নেতাকর্মীদের ওপর নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় পর্যবেক্ষণে রাখা হবে।সভায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী কেন্দ্রীয় কমিটির সদস্যদের বিভিন্ন জিজ্ঞাসার জবাব দেন। ছিলেন না দুই মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম।
গত সপ্তাহে গুঞ্জন ছড়ায় বিএনপির সঙ্গে জোট করতে যাচ্ছে এনসিপি। দলটি ২০ আসন চায়। বিএনপি ১০ আসন ছাড়তে রাজি হয়েছে। যদিও এনসিপি আনুষ্ঠানিকভাবে এ গুঞ্জনে সত্যতা নাকচ করে। গতকালের সভা সূত্র জানায়, এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির সঙ্গে জোটের সম্ভাবনা ও সমস্যা তুলে ধরেন কেন্দ্রীয় কমিটির সামনে। বলেন, বিএনপির সঙ্গে জোট হলেও দলটির নেতাকর্মীরা এনসিপির প্রার্থীর পক্ষে প্রচারে নামবেন কিনা সংশয় রয়েছে। বিএনপির নেতাকর্মীদের প্রচারে নামাতে যে পরিমাণ অর্থ ব্যয় করতে হবে, তা এনসিপির প্রার্থীদের নেই। আবার বিএনপির বিদ্রোহী প্রার্থীর ঝুঁকি রয়েছে। তাই বিএনপির সঙ্গে জোট সুবিধাজনক মনে হলেও আখেরে তা লাভজনক হবে না। জামায়াতের সঙ্গে জোটের সুবিধা-অসুবিধা তুলে ধরেন নাসীরুদ্দীন। জোট না করে নির্বাচনী সমঝোতা করা যায় কিনা, তা বলেন।
সূত্র জানায়, বেশির ভাগ নেতা এককভাবে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার পক্ষে মত দিয়েছেন। দলের রাজনীতি দাঁড় করাতে এবি পার্টি, গণঅধিকার পরিষদকে নিয়ে তৃতীয় জোট করা যায় কিনা– তার সম্ভাবনার বিষয়ে কাজ করার পরামর্শও দিয়েছেন তারা। সভায় জানানো হয়েছে, এবি পার্টির সঙ্গে আলোচনা এগিয়েছে। গণসংহতি আন্দোলনসহ গণতন্ত্র মঞ্চের দলগুলো আসনের বিনিময়ে বিএনপির দিকে ঝুঁকে রয়েছে। তাদের সঙ্গে জোটের সম্ভাবনা ক্ষীণ। সাম্প্রতিককালে বিএনপি এবং জামায়াতের নানা কর্মকাণ্ডের সমলোচনায় মুখর এনসিপি নেতারা। বিভিন্ন সভা-সমাবেশে তারা ৩০০ আসনে এককভাবে প্রার্থী দেওয়ার ঘোষণাও দিয়েছেন। তবে তাদের সঙ্গে জোটের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তারা।
গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বিএনপি ও জামায়াত যদি সংস্কারের বিষয়ে একটি জায়গায় আসে এবং ভবিষ্যতে সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয়, তাহলে বিএনপি কিংবা জামায়াত যে কারও সঙ্গে এনসিপির জোট হতে পারে।’ এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন সমকালকে বলেন, নতুন জোট কিংবা এককভাবে নির্বাচন– এ দুটি বিষয় নিয়ে আলাপ হয়েছে। এর প্রক্রিয়া কেমন হতে পারে, তা সবাইকে অবহিত করা হয়েছে। জোটের বিষয়ে এনসিপি সবার সঙ্গে আলোচনা করছে, জোট হলে তার নেতৃত্ব কেমন হবে– এসব বিষয়ও সবার সামনে সংক্ষেপে তুলে ধরা হয়েছে। নিউজ লিখে দেও।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।