ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২৬, ১৫:৪৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০ আসনে লড়বে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় এই তথ্য জানান।
এনসিপি ১১ দলের নির্বাচনি সমঝোতা জোটের হয়ে এই আসনে অংশগ্রহণ করবে। মুখপাত্র জানান, জোটটি আধিপত্যবাদের বিরুদ্ধে সংস্কারের জোট এবং দেশের জনগণ ও বৃহত্তর স্বার্থে সকল নেতাকর্মী এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন।
এছাড়া, এনসিপি কোনো প্রার্থী নেই এমন ২৭০টি আসনে প্রতিনিধির মাধ্যমে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাবে। তৃণমূলে মাঠ পর্যায়ে তারা গণভোটের প্রার্থী হিসেবে কাজ করবে। মুখপাত্র বলেন, এটি কোনো আদর্শিক জোট নয়, এটি স্ট্র্যাটেজিক জোট।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।