বৃহঃস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবিতে ছাত্রশিবিরের আহ্বান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ১৮:৩৪

সংগৃহীত

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি যৌক্তিকভাবে পরিবর্তনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এক ফেসবুক স্ট্যাটাসে পরীক্ষার্থীদের উপযুক্ত প্রস্তুতির সুযোগ নিশ্চিত করতে সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) সময়সূচি পুনর্বিবেচনার অনুরোধ জানান।

পিএসসির ঘোষিত সময়সূচি অনুযায়ী ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ২৭ নভেম্বর ২০২৫ থেকে শুরু হওয়ার কথা রয়েছে। তবে পরীক্ষার্থীরা দীর্ঘদিন ধরে সময় পিছিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন করছেন। তাদের অভিযোগ, অন্যান্য বিসিএস পরীক্ষার তুলনায় এবার লিখিত পরীক্ষার প্রস্তুতির সময় অস্বাভাবিকভাবে কম দেওয়া হয়েছে।

জাহিদুল ইসলাম বলেন, ‘৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হতে যাচ্ছে ২৭ নভেম্বর। কিন্তু পরীক্ষার্থীরা নির্ধারিত সময় পিছিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন করছে। তাদের দাবির আগে কোনো বিসিএসের লিখিত পরীক্ষা এত দ্রুত অনুষ্ঠিত হয়নি। আমাদের প্রস্তুতির জন্য আরও সময় প্রয়োজন—এটি শিক্ষার্থীদের ন্যায্য দাবি।’

পরীক্ষার্থীদের ভাষ্য, পূর্ববর্তী বিসিএস পরীক্ষাগুলোতে লিখিত পরীক্ষার জন্য সাধারণত তিন থেকে ছয় মাস প্রস্তুতির সময় পাওয়া গেলেও এবার তা কমিয়ে মাত্র ৪০ দিন করা হয়েছে। এতে নতুন পরীক্ষার্থীদের জন্য মেধাভিত্তিক প্রতিযোগিতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top