রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক পতাকা তারেক রহমানের হাতে

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২৬, ১০:৪৭

ছবি: সংগৃহীত

জুলাইয়ে ছাত্র–জনতার গণঅভ্যুত্থানের সময় যাত্রাবাড়ীর কাজলা ফ্লাইওভারের ওপর দাঁড়িয়ে খোলা বুকে জাতীয় পতাকা উড়িয়ে আলোচনায় আসা ছাত্রদল কর্মী মুত্তাকিন সেই পতাকা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হাতে তুলে দিয়েছেন।

স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় অস্তিত্বের অবিচ্ছেদ্য প্রতীক এই পতাকাটি দেশের এবং বিদেশে অবস্থানরত সকল মানুষকে আন্দোলনের পক্ষে উদ্বুদ্ধ করার লক্ষ্যেই উড়ানো হয়েছিল।

শনিবার (১৭ জানুয়ারি) গুলশানস্থ চেয়ারম্যান অফিসে সাক্ষাৎ শেষে ছাত্রদলের এই কর্মী পতাকাটি তারেক রহমানের হাতে হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top