বাংলাদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না আওয়ামী লীগকে: ইশরাক
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫, ১৭:১৪
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা-৬ আসনের প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, বাংলাদেশে আর আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না। শনিবার (২২ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ প্রজন্মের সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন।
ইশরাক হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুপ্ত সন্ত্রাসীদের ব্যবহার করে নির্বাচনে বাধা সৃষ্টি করার চেষ্টা করছেন। তিনি আরও বলেন, দেশের স্বার্থে সকল বিভেদ ভুলে একসঙ্গে এগিয়ে যেতে হবে, কারণ ভেতরের বিভেদ আন্দোলনকে দুর্বল করে এবং বহিঃশত্রু দেশকে করদ রাষ্ট্রে পরিণত করতে পারে।
উল্লেখযোগ্য, তিনি জুলাই আন্দোলনের সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এদিকে, রাজধানীর আরেকটি অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকলে সকলের অধিকার নিশ্চিত করা সম্ভব। তিনি দাবি করেন, ১৫ থেকে ১৬ বছর ধরে দেশের শাসনব্যবস্থা ছিল ভয়াবহ ও দানবীয় এবং সরকারের লোকপ্রীতি এবং নিজেদের লোক বসানোর কারণে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে।
মির্জা ফখরুল বলেন, শহীদ জিয়াউর রহমানের দল বিএনপি ধর্মীয় মূল্যবোধকে প্রাধান্য দিয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, এত মুসলিম জনগণ, মাদ্রাসা, মসজিদ, ইমাম ও পণ্ডিত থাকার পরও দেশে কেন এত অন্যায়, দুর্নীতি ও চুরি হচ্ছে। এছাড়া, ধর্মকে রাজনৈতিক ফায়দার জন্য ব্যবহার করার প্রক্রিয়াকে তিনি সমর্থন করেননি।
তিনি বলেন, জামায়াত গত ১০ বছর ফ্যাসিবাদবিরোধী কোনো দৃশ্যমান ভূমিকা পালন করেনি এবং এখন নির্বাচনের প্রস্তুতিতে ধর্মকে রাজনৈতিক কৌশলে ব্যবহার করছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।