খালেদা জিয়ার চেস্টে ইনফেকশন, হার্ট ও ফুসফুসেও ছড়িয়ে পড়েছে

স্টাফ রিপোর্টার, ঢাকা | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ১০:১০

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার | ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চেস্টে গুরুতর ইনফেকশন শনাক্ত হয়েছে। এই সংক্রমণ হার্ট ও ফুসফুসেও ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

রবিবার (২৩ নভেম্বর) রাতে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে গণমাধ্যমকে ব্রিফিংকালে তিনি জানান,
“খালেদা জিয়ার চেস্টে ইনফেকশন হয়েছে। হার্ট ও ফুসফুস আক্রান্ত হয়েছে। আগামী ১২ ঘণ্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।”

মেডিকেল বোর্ডের সদস্যরা জানান, পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা ও মনিটরিং চলছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়াকে কতদিন হাসপাতালে থাকতে হতে পারে, তা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তিনি আরও জানান,
“পুরো বিষয়টি তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে। দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।”

এর আগে রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। পরে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ভর্তি করা হয়।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবরও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি একই হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং এক দিন পর ছাড়পত্র পান।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top