আসন ভাগাভাগিতে তৎপরতা বাড়ছে

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ইসলামি দলগুলোর নতুন সমীকরণ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ১০:৪৫

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে নতুন মাত্রা যোগ করেছে ইসলামি রাজনৈতিক দলগুলোর নির্বাচনি ঐক্য। জুলাই আন্দোলনের পর রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তন এসেছে বিশেষ করে ইসলামি দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধ আন্দোলন ও নির্বাচনি সমন্বয়ের প্রবণতা আরও সুস্পষ্ট হয়েছে।

বর্তমানে নির্বাচনি ঐক্যের অংশ হিসেবে যুগপৎ আন্দোলন করছে আটটি ইসলামি দল। দলগুলো হলো—
বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

দলগুলোর নেতৃবৃন্দ জানিয়েছেন, পাঁচ দফা দাবির আন্দোলন ও প্রার্থী বাছাইয়ের কার্যক্রম একসঙ্গে চলার কারণে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে কিছুটা সময় লাগছে। তাদের প্রত্যাশা, ডিসেম্বরের শুরুতেই আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

ঐক্যভুক্ত দলগুলোর শীর্ষ পর্যায়ে এখন চলছে আসন ভাগাভাগি নিয়ে তৎপরতা। কোন দল কতটি আসনে প্রার্থী দেবে—এ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সম্ভাব্য প্রভাবশালী আসনগুলোকে কেন্দ্র করে চলছে দরকষাকষি ও আলোচনার রাউন্ড।

একাধিক সূত্র জানায়, স্থানীয় অবস্থান, সাংগঠনিক শক্তি ও জনপ্রিয়তার ভিত্তিতেই হবে আসন বণ্টন। যেখানে যে দল শক্তিশালী, সেখানে তাকে দেয়া হবে অগ্রাধিকার। ঐক্য ধরে রাখতে সব পক্ষের মধ্যে ত্যাগের মানসিকতা জরুরি বলে মত দিয়েছেন নেতারা। তারা মনে করেন, সমঝোতা ছাড়া এবং বাস্তবতায় আসন ছাড় দেওয়ার মানসিকতা তৈরি না হলে এই ঐক্য কার্যকর হবে না।

প্রধানধারার বড় দলগুলো ইতোমধ্যে তাদের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করেছে। কিন্তু ইসলামি ঐক্যভুক্ত আটটি দল এখনও অপেক্ষায় থাকায় নির্বাচনের মাঠে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণ।

বিশেষ করে কোন দল কোথায় প্রার্থী দেবে, তাদের প্রার্থী প্রধান দলগুলোর ভোটব্যাঙ্ককে কতটা প্রভাবিত করবে, এবং ইসলামি ভোট কি ঐক্যবদ্ধ থাকবে এসব প্রশ্ন এখন রাজনৈতিক বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top