সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২

সাংবাদিকরা নিজেরাই দলীয় হয়ে যাচ্ছেন: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার, ঢাকা | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ১৬:৩১

ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাংবাদিকদের অনেক সংগঠন থাকা সত্ত্বেও তারা নিজেরাই বিভিন্ন দলে ভাগ হয়ে দলীয়করণের দিকে ঝুঁকে পড়ছেন। তিনি বলেন, “একটা কথা না বললেই না—আপনাদের তো অনেকগুলো ইউনিয়ন আছে: ডিইউজে, বিএফইউজে। আবার দুই দলের দুই ভাগ, তিন ভাগ। নিজেরাই তো আপনারা দলীয় হয়ে যাচ্ছেন।”

সোমবার রাজধানীর চীন-বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার—বিজেসি আয়োজিত ‘মিডিয়া সংস্কার প্রতিবেদনের পর্যালোচনা’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলো সাংবাদিকদের পকেটে নেওয়ার চেষ্টা করে না, বরং অনেক ক্ষেত্রে সাংবাদিকরাই স্বেচ্ছায় দলীয় প্রভাবের মধ্যে ঢুকে পড়েন। তিনি বলেন, “আপনারা যদি নিজেরাই পকেটে ঢুকে যান, তখন সেটাই সমস্যা হয়ে দাঁড়ায়। আমরা দেখেছি গত ১৫ বছরে কী হয়েছে—নিজেরাই উদ্যোগী হয়ে আপনারা ফ্যাসিজমকে সমর্থন করেছেন।”

তিনি আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও সঠিক চর্চার জন্য সাংবাদিকদের নিজস্ব কমিটমেন্ট থাকা জরুরি। “রাজনৈতিক দলের পকেট থেকে বাইরে থাকতে হবে, সাহসী সাংবাদিকতা করতে হবে।”

গণমাধ্যম সংস্কার কমিশন প্রসঙ্গে তিনি জানান, সরকার কমিশন গঠন করলেও রিপোর্ট প্রকাশ বা আলোচনার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফখরুল বলেন, “পরবর্তীকালে যা-ই হোক, আমরা যদি জনগণের মাধ্যমে সরকার পরিচালনার দায়িত্ব পাই, তাহলে গণমাধ্যম সংস্কারকে অগ্রাধিকার ভিত্তিতে দেখব—এটা বিশ্বাস করি।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top