বিএনপির আসন ঘোষণা না করায় শরিকদের মধ্যে অসন্তোষ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ১২:০৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই বিএনপি ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। তবে যুগপৎ আন্দোলনে থাকা মিত্র দলগুলোর জন্য এখনো কোনো আসন চূড়ান্ত হয়নি। এ কারণে শীর্ষ ও তৃণমূল স্তরের নেতাদের মধ্যে উদ্বেগ, অসন্তোষ ও বিভ্রান্তি বাড়ছে।
শরিক দলগুলো অভিযোগ করছে, তাদের কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে তা অনিশ্চিত থাকায় তারা প্রচারণায় পিছিয়ে পড়ছে। একই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা নিয়মিত গণসংযোগ ও শোডাউন করছেন, যা জোটপ্রার্থীদের অবস্থান দুর্বল করছে এবং ভোটারদের মধ্যেও বিভ্রান্তি সৃষ্টি করছে।
বিএনপি জানিয়েছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই আসন বণ্টন ও মিত্রদের প্রার্থী ঘোষণা করবেন। সূত্রের খবর, এবারের নির্বাচনে মিত্রদের ২৫–৩০টি আসন ছাড় দেওয়া হতে পারে।
এ পর্যন্ত মিত্র দলগুলো প্রার্থী তালিকা জমা দিয়েছে:
-
ছয় দলীয় জোট (গণতন্ত্র মঞ্চ) – ৪০ জন
-
১২ দলীয় জোট – ২১ জন
-
জাতীয়তাবাদী সমমনা জোট – ৯ জন
-
গণতান্ত্রিক বাম ঐক্য – ১৯ জন
-
এলডিপি – ১৩ জন
-
গণঅধিকার পরিষদ – ২৫ জন
-
গণফোরাম – ১৬ জন
-
এনডিএম – ১০ জন
-
বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) – ৫ জন
-
বাংলাদেশ লেবার পার্টি – ৬ জন
-
বাংলাদেশ পিপলস পার্টি – ৪ জন
মিত্র দলগুলো মনে করিয়ে দিচ্ছে, দ্রুত আসন ঘোষণা না হলে নির্বাচনী প্রচারণায় অসুবিধা বাড়বে, স্থানীয় নেতাদের মধ্যে মনস্তাত্ত্বিক দূরত্ব সৃষ্টি হবে এবং ভোটাররাও বিভ্রান্ত হবেন।
শীর্ষ নেতারা একমত, বিএনপির দায়িত্ব শুধু নিজের প্রার্থীর বিজয় নিশ্চিত করা নয়, একই সঙ্গে জোট প্রার্থীদের বিজয়ও নিশ্চিত করা। দ্রুত প্রার্থী ঘোষণা করলে মিত্র দলগুলো মাঠে কার্যক্রম চালাতে পারবে এবং সমন্বয় সহজ হবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।