সিলেট বিভাগে বিএনপির চূড়ান্ত মনোনয়ন ঘোষণা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ১৬:১৩
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট বিভাগে প্রার্থীদের চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা হলেন সিলেট-০৪,আরিফুল হক চৌধুরী, সিলেট-০৫: সিদ্দিকুর রহমান পাপলু, সিলেট-০৬: ফয়ছল চৌধুরী, সুনামগঞ্জ-০৫: মিজানুর রহমান, মৌলভীবাজার-০২: এডভোকেট আবেদ রাজা, হবিগঞ্জ-৪: রেজা কিবরিয়া।
দলের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনে জয়ের লক্ষ্যে যোগ্য, পরিচ্ছন্ন ও জনপ্রিয় প্রার্থীদের নির্বাচিত করে মনোনয়ন দেওয়া হয়েছে। শিগগিরই সারাদেশের বাকি আসনগুলোর মনোনয়ন তালিকাও প্রকাশ করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।