মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

ফেনীতে খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ১৬:৩৬

সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী গণসংযোগ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু। তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছাগলনাইয়া পৌরসভার ৬নং ওয়ার্ডে ভোটারদের সঙ্গে সরাসরি মিলিত হয়ে খালেদা জিয়ার সালাম জানিয়ে ধানের শীষ প্রতীকটিতে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

মজনু জানান, আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য ভোটারদের মধ্যে ইতিমধ্যেই উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। সাধারণ ভোটাররা আশ্বাস দিয়েছেন যে তারা বেগম খালেদা জিয়াকে ফেনী-১ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত করবেন। মজনু আরও বলেন, “গত ১৬ বছরে সাধারণ মানুষ ভোটাধিকার প্রয়োগে বাধার মুখোমুখি হয়েছেন, তবে এবার তারা সম্পূর্ণরূপে নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী।”

নির্বাচনী গণসংযোগে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জালাল উদ্দিন মজুমদার, ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আহমদ মজুমদার, সাবেক কেন্দ্রীয় যুবদলের সদস্য মসিউর রহমান খোকন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন সরকার, উপজেলা মহিলা দলের আহ্বায়ক রাশেদা আক্তার রুমা, পৌর বিএনপির আহ্বায়ক ইউসুফ মজুমদার এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top