শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

এনসিপির ঢাকা-২০ আসনের প্রার্থী নিয়ে বিতর্ক, চেনেন না স্থানীয় নেতাকর্মীরা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৪

সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ (ধামরাই) আসনে প্রকৌশলী নাবিলা তাসনীমকে প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১০ ডিসেম্বর) দলের সদস্য সচিব আখতার হোসেন এই প্রার্থী তালিকা ঘোষণা করেন। তবে ঘোষণার পরপরই ধামরাইয়ে শুরু হয়েছে বিতর্ক। খোদ দলের স্থানীয় নেতাকর্মীরাই বলছেন, ঘোষিত এই প্রার্থীকে তারা কেউ চেনেন না।

এনসিপির স্থানীয় নেতাকর্মীরা জানান, চব্বিশের গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতার সমন্বয়ে দীর্ঘদিন ধরে সংগঠন গড়ে তোলা হয়। এ বছরের ২২ জুন এনসিপির ধামরাই উপজেলা কমিটি গঠন করা হয়। এরপর থেকেই পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে নিয়মিত দলীয় কার্যক্রম চালিয়ে আসছিলেন নেতাকর্মীরা।

মনোনয়ন আহ্বানের পর ধামরাই থেকে পাঁচজন নেতা মনোনয়ন সংগ্রহ করেন। কিন্তু তাদের বাদ দিয়ে নাবিলা তাসনীমকে প্রাথমিক প্রার্থী ঘোষণা করা হলে প্রশ্ন ওঠে। জানা গেছে, নাবিলা তাসনীম ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের পাড়াগ্রাম এলাকার বাসিন্দা হলেও বর্তমানে তিনি ঢাকায় বসবাস করেন।

প্রার্থী ঘোষণার পর এনসিপির ধামরাই উপজেলার একাধিক নেতাকর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে পোস্ট দেন। তাদের বক্তব্য—নাবিলা তাসনীম দলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত নন এবং স্থানীয় রাজনীতিতেও তার উপস্থিতি নেই।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top