শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

ঢাকায় ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫, ১৭:২৯

সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা শহরের শকুনি লেকপাড়ের মুক্তমঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মাদারীপুর-শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক সড়ক ও লেকপাড় সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজের সামনে গিয়ে শেষ হয়। এসময় মাদারীপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি, বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে বিতর্কিত করতে স্বৈরাচারের প্রেতাত্মারা সক্রিয় হয়েছে। তারা মনে করছে একজন হাদিকে আক্রমণ করলেই পথ পরিষ্কার হয়ে যাবে। কিন্তু জুলাই আন্দোলনে বুকের তাজা রক্ত দিয়ে ছাত্র-জনতা যে ফ্যাসিবাদকে বিদায় করেছে, সেখানে একজন হাদি নিহত হলে লক্ষ হাদি জন্ম নেবে। এসময় ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের শনাক্ত, গ্রেপ্তার এবং দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানান তারা। অন্যথায় দেশব্যাপী কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধ নেতারা।

হামলার নিন্দা জানিয়ে বক্তারা আরও বলেন, নির্বাচনী মাঠে সহিংসতা কোনো ভাবেই মেনে নেওয়া হবে না। অবিলম্বে দোষীদের শাস্তি নিশ্চিত না হলে মাদারীপুরসহ সারাদেশে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

বক্তব্য রাখেন, মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ পারভেজ (ভিপি),

জেলা জামায়াত ইসলামের সেক্রেটারি এনায়েত হোসেন, সহকারী সেক্রেটারি মিজানুর রহমান, মাদারীপুর পৌর ছাত্র শিবিরের সেক্রেটারি সাব্বির হোসাইন মাহমুদ। এছাড়া উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী হাফেজ মোহাম্মদ হাসিবুল্লাহ, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইকতিয়ার আহমেদ সাবিদ, যুগ্ম আহ্বায়ক আশিকুর তামিম আশিক, জাতীয় যুব শক্তি মাদারীপুরের আহ্বায়ক রিশাদ রাব্বীসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী প্রমুখ।

উল্লেখ্য, রাজধানী ঢাকার পল্টন থেকে রিক্সায় করে ফিরছিলেন ওসমান হাদি। এ সময় একটি মোটরসাইকেল নিয়ে পিছন দিক থেকে এসে তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখান থেকে আশংকা জনক অবস্থায় এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক।

মেহেদী হাসান সোহাগ, মাদারীপুর

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top