শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৩

সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ২০২৬ সালের জন্য কেন্দ্রীয় সভাপতি হিসেবে নুরুল ইসলাম সাদ্দামকে নির্বাচিত করেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শিবিরের সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে তাকে সভাপতি নির্বাচিত করা হয়।

সংবিধানের ১৩ নম্বর ধারার ভিত্তিতে সাদ্দাম আগামী এক বছরের জন্য সভাপতি দায়িত্ব পালন করবেন। নবনির্বাচিত সভাপতি দায়িত্ব গ্রহণের পর শিবিরের সেক্রেটারি জেনারেলের নামও কার্যকরী পরিষদের পরামর্শে ঘোষণা করেছেন।

শিবিরের সংবিধানের ১৩ ও ১৪ নম্বর ধারায় সভাপতি নির্বাচনের প্রক্রিয়া বর্ণিত রয়েছে। এর মধ্যে বলা হয়েছে, সভাপতি পদ শূন্য হলে কার্যকরী পরিষদ সাময়িকভাবে একজনকে সভাপতি নিযুক্ত করতে পারবে এবং যত দ্রুত সম্ভব স্থায়ী সভাপতি নির্বাচনের ব্যবস্থা করবে।

কার্যকরী পরিষদও সংবিধানের ১৯ নম্বর ধারায় নির্ধারিত নিয়ম অনুযায়ী গঠিত হবে, যেখানে সদস্যদের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন। কেন্দ্রীয় সভাপতি কার্যকরী পরিষদের সভাপতি থাকবেন এবং সেক্রেটারি জেনারেল পদাধিকার অনুসারে কার্যকরী পরিষদের সদস্য হবেন।

সংবিধানের ১৭ নম্বর ধারার আওতায় কেন্দ্রীয় সভাপতি সব সময় কার্যকরী পরিষদের পরামর্শ অনুসারে শিবির পরিচালনা করবেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top