খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বাবুনগরীতে বিশেষ দোয়া
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৪
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে শুকরিয়া জানিয়ে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরীর উদ্যোগে এ দোয়ার আয়োজন করা হয়।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বাদ আসর চট্টগ্রামের আল জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় খতমে কোরআন ও দোয়া মাহফিল শেষে বক্তব্য দেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীর।
বক্তব্যে সরওয়ার আলমগীর বলেন, বাংলাদেশে গণতন্ত্র, ইসলাম ও ইনসাফ প্রতিষ্ঠার লড়াইয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরী আপোষহীন নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আমিরে হেফাজত আগেও একাধিকবার দোয়া মাহফিলের আয়োজন করেছেন।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন সরোয়ার হোসেন, মোবারক হোসেন কাঞ্চন, এইচ এম নাছির উদ্দীন, এজাহার মিয়া, আবু আজম তালুকদার, নাছির উদ্দীন চৌধুরী, ফরিদুল আলম চৌধুরী, মনছুর আলম চৌধুরী, সারোয়ার হাসান, সিরাজুদ্দৌলাহ্ চৌধুরী দুলাল, নুরুল আলম, আকতার হোসেন মোরশেদ, জিয়াউল হাসনাত ফরহাত, মোজাহারুল ইকবাল লাভলু, প্রিন্স ওমর ফারুক, সাইফুল হায়দার রাসেল, আরাফাত তুষার, মহিন উদ্দিন, অহিদুল আলম, মো. এমদাদ ও আবু বক্কর চৌধুরী মহিনসহ স্থানীয় বিএনপি ও হেফাজতের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জাতীয় নেতাদের সুস্থতা কামনা করা হয়।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।