শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৫, ১৯:৩০

সংগৃহীত

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া কয়েকটি ঘটনা ভারতকে ‘উদ্বেগজনক’ হিসেবে দেখাচ্ছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের সার্বিক পরিস্থিতি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে অব্যাহত বৈরিতা অত্যন্ত উদ্বেগজনক। আমরা এসব ঘটনার নিন্দা জানাই এবং আশা করি সংশ্লিষ্ট অপরাধীদের বিচারের আওতায় আনা হবে।”

তবে তিনি ভারতের রাজধানী দিল্লিসহ বিভিন্ন স্থানে বাংলাদেশের কূটনৈতিক মিশন ও ভিসা সেন্টারকে কেন্দ্র করে সংঘটিত বিক্ষোভ ও সহিংসতার বিষয়ে কোনো মন্তব্য করেননি।

এর আগে বাংলাদেশ সরকার রাজবাড়ীর পাংশায় বুধবার (২৪ ডিসেম্বর) রাতে সংঘটিত হত্যাকাণ্ডকে ‘দুঃখজনক’ উল্লেখ করে জানিয়েছে, এটি কোনো সাম্প্রদায়িক হামলা নয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ফেসবুক পেজে দেওয়া বিবৃতিতে বলা হয়, নিহত অমৃত মন্ডল ওরফে সম্রাট চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং স্থানীয় জনতার সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান। তিনি ২০২৩ সালে দায়ের হওয়া হত্যা ও চাঁদাবাজির মামলার আসামি ছিলেন।

এদিকে ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন, কলকাতায় উপ-দূতাবাস এবং শিলিগুড়িতে ভিসা সেন্টার ঘিরে বিজেপি ও কয়েকটি কট্টরপন্থি সংগঠনের বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহের ঘটনায় বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে।

বাংলাদেশি মিশনগুলোতে ভারত সরকারের নিরাপত্তা জোরদারের পাশাপাশি পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্তে কিছু বিজেপি নেতা ‘উসকানিমূলক’ মন্তব্য করেছেন। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে সরাসরি মন্তব্য থেকে এড়িয়ে গেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top