রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২

ঢাকা-১৭ আসনে বেস্ট প্রার্থী তারেক রহমান : পার্থ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩:০০

সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন বিএনপির পূর্বের সমঝোতার অংশ হিসেবে প্রাথমিকভাবে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে দেয়া হয়েছিল। তবে রোববার (২৮ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন।

তার পক্ষ থেকে মনোনয়নপত্রও সংগ্রহ করা হয়েছে। ঢাকা-১৭ আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করতে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার রোববার সকাল ১০:৫০ মিনিটে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় যান।

এর প্রেক্ষিতে পার্থ জানান, “ঢাকা-১৭ আসনের বেস্ট প্রার্থী তারেক ভাই। আমি তার সম্মানে এই আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করিনি। আমি ভোলা-১ আসন থেকে মনোনয়ন সাবমিট করেছি।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top