নির্বাচনে অংশ নিবেন না আসিফ মাহমুদ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৯:৪৭
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। তবে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন না। দলটির নির্বাচনী সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
সোমবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আসিফ মাহমুদ দলটির গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে যুক্ত হচ্ছেন এবং নির্বাচনী কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পালন করবেন।
নাহিদ ইসলাম আরও জানান, আসিফ মাহমুদ এনসিপির মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করবেন। তবে আপাতত তিনি কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না।
সংবাদ সম্মেলনে দলের ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা ও সাংগঠনিক কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।