রংপুর-১ আসনে জাপা প্রার্থীর মনোনয়ন বাতিল
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ জানুয়ারী ২০২৬, ১৭:১৩
হলফনামায় যুক্তরাজ্যের নাগরিকত্বের তথ্য উল্লেখ থাকায় রংপুর-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে এ ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান।
এর আগে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক মহানগর) আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাইবাছাই কার্যক্রম শুরু হয়। যাচাই শেষে মোট ৯ জন প্রার্থীর মধ্যে ৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় এবং একজনের মনোনয়ন বাতিল করা হয়।
যাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন— ইসলামী আন্দোলন বাংলাদেশের এটিএম গোলাম মোস্তফা বাবু, বাসদ (মার্কসবাদী) প্রার্থী আহসানুল আরেফিন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মো. আনাস, খেলাফত মজলিসের মো. মমিনুর রহমান, জামায়াতে ইসলামীর রায়হান সিরাজী, বিএনপির মোকাররম হোসেন সুজন, গণঅধিকার পরিষদের হানিফ খান সজিব এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আল মামুন।
রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসান বলেন, “এ আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে ৮ জনের মনোনয়ন বৈধ হিসেবে বিবেচিত হয়েছে এবং ১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।”
তিনি জানান, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীর হলফনামা পর্যালোচনায় দেখা গেছে, তিনি দ্বৈত নাগরিকত্বের অধিকারী এবং হলফনামায় যুক্তরাজ্যের নাগরিকত্ব থাকার বিষয়টি উল্লেখ রয়েছে। সংবিধানের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এদিকে মনোনয়ন বাতিলের ঘটনায় ক্ষোভ ও অভিযোগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী। তিনি দাবি করেন, হলফনামায় নাগরিকত্ব সংক্রান্ত তথ্যটি টাইপজনিত ভুল।
ব্যারিস্টার মঞ্জুম আলী বলেন, “আমি মনে করি রিটার্নিং কর্মকর্তা প্রথমেই বলেছিলেন ছোটখাটো ভুল থাকলে তা গ্রহণ করা হবে। তার প্রতিনিধি অনেক প্রার্থীকে সংশোধনের সুযোগ দিলেও আমাকে সেই সুযোগ দেওয়া হয়নি।”
তিনি আরও বলেন, “যিনি হলফনামাটি টাইপ করেছেন, তিনি যুক্তরাজ্যের ‘রেসিডেন্ট’ লেখার জায়গায় শুধু ‘যুক্তরাজ্য’ লিখেছেন। এটি আমার অনিচ্ছাকৃত ভুল। আমি দীর্ঘদিন বিদেশে ছিলাম, বাংলা লেখায় কিছুটা অসুবিধা হয়। আপনারা হতাশ হবেন না। আমরা উচ্চ আদালতে আপিল করব এবং সেখান থেকে রায় নিয়ে আমাদের মনোনয়ন বৈধ করব।”
মনোনয়ন বাতিলকে কেন্দ্র করে রংপুর-১ আসনে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।