ফরাসি নাগরিকদের জন্য মুসলিম দেশগুলোতে বিশেষ সতর্কতা জারি
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২০, ১৯:৫০
ইন্টারন্যাশনাল ডেস্কঃ
মহানবী হযরত মুহাম্মদ (স.) এ ব্যাঙ্গচিত্র প্রদর্শন এবং ইসলাম ধর্ম নিয়ে ফরাসি প্রেসিডেন্টের বিরুপ মন্তব্যের পর থেকেই ফ্রান্সের পণ্য বয়কটসহ দেশটির বিরুদ্ধে মুসলিম দেশগুলোতে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকে দেশে বিক্ষুদ্ধ মুসলিমরা ফ্রান্সের পতাকা এবং প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর ছবিতেও আগুন ধরিয়ে প্রতিবাদ জানিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান মুসলিম বিশ্বকে ফরাসি পণ্য বয়কটের ডাক দিয়েছেন।
এমন পরিস্থিতিতে মুসলিম দেশগুলোতে বসবাস কিংবা ভ্রমণে যাওয়া ফরাসি নাগরিকদের সতর্কভাবে চলাচলের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে ফ্রান্স।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা নির্দেশনায় বাংলাদেশ, ইরাক, ইন্দোনেশিয়া ও মৌরিতানিয়ায় অবস্থানরত ফরাসি নাগরিকদের বাড়তি সতর্কতা মেনে চলতে পরামর্শ দেয়ার এমন তথ্য আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে।
নির্দেশনায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়, ফরাসি নাগরিকদের ভ্রমণের সময় এবং পর্যটক বা প্রবাসী সম্প্রদায়ের চলাচল বেশি এমন জায়গাগুলোতে বাড়তি সতর্কতা মেনে চলতে বলা হয়। তুরস্কের ফরাসি দূতাবাসও একই ধরনের সতর্কবার্তা জারি করেছে।
এদিকে, ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন মঙ্গলবার (২৭ অক্টোবর) বলেছেন, তুরস্ক ও পাকিস্তানকে দেশটির অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর বিষয়ে সতর্ক করেছে। আঙ্কারায় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে প্যারিস।
সম্প্রতি ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ ইসলামকে সংকটাপন্ন ধর্ম বলে আখ্যা দেয়ার ক্ষোভ ছড়িয়ে পড়ে মুসলিম দেশগুলোতে।
এনএফ/এমকে/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।