জাতীয় শোকদিবস ও বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী

কাতারে আওয়ামী লীগের শোকসভা ও দোয়া মাহফিল

কাতার থেকে | প্রকাশিত: ১৯ আগষ্ট ২০২১, ২৩:১৮

জাতীয় শোকদিবস ও বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কাতারে আওয়ামী লীগের শোকসভা ও দোয়া মাহফিল

জাতীয় শোক ও বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কাতার শাখার উদ্যোগে দোহার ম্যাজিস্টিক হোটেলের হল রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বক্তারা বঙ্গবন্ধুর সুদীর্ঘ রাজনৈতিক জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন এবং বঙ্গবন্ধুর দেশপ্রেম ও রাষ্ট্র পরিচালনার আদর্শকে বুকে ধারণ করে আগামী দিনের পথচলার পরামর্শ দেন। ১৫ আগস্ট ইতিহাসের জঘন্যতম এ হত্যাকাণ্ডের সাথে জড়িত বাকি খুনিদের খুঁজে বের করে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান।

সংগঠনের সভাপতি শফিকুল তালুকদার বাবু সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ কাতার কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.এম. ফরিদুল হক।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাতার আওয়ামীলীগ উপদেষ্টা ও ব্যাংকার জনাব সাদাত হোসেন নাসের। বক্তব্য রাখেন সহ সভাপতি মাহবুবুর রহমান বাবু, মোহাম্মদ হাফিজুর রহমান, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ আব্দুল জলিল, দপ্তর সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম তুতু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত ও দোয়া মোনাজাত পরিচালনা করেন কাতার আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা তাজুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সৈয়দ মমতাজ উদ্দিন, সৈয়দ আরিফ উদ্দিন, মোঃ মোরশেদ আলম, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক আতিকুল মাওলা মিঠু, কাতার যুবলীগের সিনিয়র সহ সভাপতি শেখ জয়নাল, কাতার ছাত্রলীগ নেতা মোহাম্মদ মিজানুর রহমান।

আরো ছিলেন, কাতার সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতি হাসানুল কবির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন, বিশিষ্ট সংগঠক চৌধুরী কামরুল হাসান, খাইরুল ভাই, মিজান, হেলাল,মিল্লাত, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ইছমাঈল খলিল নোবেল সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাএলীগ নেতৃবৃন্দ।


এনএফ৭১/এনজেএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top