রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

সেনেগালে ভয়াবহ নৌকাডুবিতে ১৪০ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২০, ১৩:১৭

আন্তর্জাতিক ডেস্ক:

সেনেগাল উপকূলে ভয়াবহ নৌকাডুবিতে ইউরোপে অভিবাসনপ্রত্যাশী অন্তত ১৪০ জনের মৃত্যু হয়েছে। ডুবে যাওয়ার আগে নৌকাটিতে আগুন ধরে গিয়েছিল। এটি এ বছরের নৌডুবিতে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা। জাতিসংঘের অভিবাসন সংস্থা এ তথ্য জানায়।

জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) জানায়, শনিবার(৩১ অক্টোবর) সেনেগালের রাজধানী ডাকারের প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণে অ্যাম্বুর শহর ছেড়ে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে নৌকাটিতে আগুন ধরে ডুবে যায়। নৌকায় প্রায় ২০০ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন।

এ ঘটনার একটি ভিডিও প্রকাশ পেয়েছে সংবাদমাধ্যমে। এতে দেখা গেছে, সাগরে জেলেদের একটি নৌকা কালো ধোঁয়ার দিকে এগিয়ে যাচ্ছে। আর প্রাণপণে সাঁতরে নৌকাটির দিকে এগোনোর চেষ্টা করছে ডুবে যাওয়ার নৌকার লোকজন।

আইওএম এক বিবৃতিতে জানায়িছে, সেনেগাল ও স্পেনের নৌবাহিনীর কর্মী ও জেলেরা প্রায় ৬০ জনকে উদ্ধার করেছেন। কিন্তু অন্তত ১৪০ জন ডুবে গেছেন।

এনএফ৭১/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top