অবৈধ প্রবাসীদের বৈধতার সুযোগ মালয়েশিয়ায়

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২০, ১৪:৫৮

নিজস্ব প্রতিবেদক:

মালায়েশিয়া কর্তৃপক্ষ তার দেশে ৪ টি খাতে কর্মরত অবৈধ প্রবাসীদের বৈধ হতে সুযোগ করে দিচ্ছে। এ তালিকায় বাংলাদেশসহ আরও ১৫ টি দেশের সাধারণ কর্মীরা রয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বিষয় টি নিশ্চিত করে মালয়েশিয়াতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশন এই তথ্য প্রকাশ করেছে।

এ সময় হাইকমিশন থেকে আরও জানানো হয়, মালয়েশিয়া সরকার তার দেশে ৪ খাত তথা কনস্ট্রাকশন, ম্যানুফ্যাকচারিং, প্লান্টেশন ও অ্যাগ্রিকালচার সেক্টরে কর্মরতদের বৈধতা দেওয়ার কথা জানিয়েছেন।

এই প্রক্রিয়া চলতি বছরের ১৬ নভেম্বর হতে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত চলমান থাকবে। এই বৈধতা কাজে জন্য কোন এজেন্টের কাছে যাওয়ার প্রয়োজন পড়বে না। যিনি নিয়োগকারী বা প্রতিষ্ঠান নিজেই তার অবৈধ কর্মীদের নামসহ সরাসরি ইমিগ্রেশনে আবেদন করতে পারবেন। এছাড়া অন্য কোন উপায়ে অবৈধ মালয়েশিয়া প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ নেই।

এনএফ৭১/আরওয়াই/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top