কুয়েতে অভিবাসীদের বৈধ হওয়ার সুযোগ
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২০, ১৭:৩২
ইন্টারন্যাশনাল ডেস্ক:
আবারও কুয়েতে থাকা অবৈধ অভিবাসীদের নির্দিষ্ট পরিমাণ জরিমানা পরিশোধ করে দ্বিতীয় দফা আকামা নবায়নের সুযোগ দিয়েছে দেশটির সরকার। মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় ইংরেজি দৈনিক কুয়েত টাইমস দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল টুইটের বরাত দিয়ে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি বা এর আগে কুয়েতে যেসব অভিবাসী অবৈধ হয়েছেন তাদের জন্য দ্বিতীয় দফায় সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। যেসব অবৈধ প্রবাসী বৈধভাবে কুয়েতে থাকতে আগ্রহী, তারা সংশ্লিষ্ট সংস্থা (কোম্পানি/কপিল) বা শোন অফিসে যোগাযোগ করে তার ওপর অর্পিত জরিমানা পরিশোধ করে আগামী ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট শর্ত ও নিয়ম মেনে আকামা নবায়ন করতে পারবেন।
এদিকে, কুয়েত ত্যাগে আগ্রহী প্রবাসীরাও অবশ্যই নির্ধারিত জরিমানা পরিশোধ করবেন। কুয়েত ত্যাগের ঘোষণা আসলে তারা চলে যেতে পারবেন এবং পরবর্তীতে নতুন ভিসায় কুয়েতে প্রবেশের সুযোগ পাবেন।
যার নির্ধারিত সময়ে বৈধ হওয়ার সুযোগ গ্রহণ করবেন না,তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে। তাদেরকে কুয়েত ত্যাগে বাধ্য করা হবে এবং তারা পরবর্তীতে কুয়েতে আর প্রবেশ করতে পারবেন না।
প্রসঙ্গত, এপ্রিল মাসে প্রথম দফা সাধারণ ক্ষমায় ১ লাখ ৫০ হাজার অবৈধ অভিবাসীর মধ্যে বিভিন্ন দেশের সর্বমোট ৩০ হাজার অভিবাসী কুয়েত ত্যাগ করে। এদের মধ্যে প্রায় ৫ হাজার বাংলাদেশি প্রবাসী সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করেন।
এনএফ৭১/এবিআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।