নিয়োগকর্তা বদলের সুযোগ পাচ্ছেন সৌদি প্রবাসীরা

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক: | প্রকাশিত: ১৬ মার্চ ২০২১, ২২:১৫

নিয়োগকর্তা বদলের সুযোগ পাচ্ছেন সৌদি প্রবাসীরা

সৌদি আরবে সাত দশক ধরে চলমান কাফালা ব্যবস্থা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সংশ্লিষ্ট বিভাগ। ফলে বাংলাদেশি শ্রমিকরা কফিল বা নিয়োগকর্তা পরিবর্তনের সুযোগ পাবেন।

এতে নানা বঞ্চনা, নির্যাতন থেকে রেহাই পাওয়ার পাশাপাশি আয় বাড়ানোরও সুযোগ সৃষ্টি হবে। বিশেষ করে নারী গৃহকর্মীদের জন্য এটি বড় সুখবর।

সৌদিতে কাফালা ব্যবস্থা পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা বলেন, একজন কর্মী এক বছর চাকরি করার পর তার নিয়োগকর্তা বদল করতে পারবেন। চুক্তি অনুযায়ী চাকরি ছাড়ার আগে নোটিশ দিতে হবে। তবে বাসার গাড়িচালক, বাসার কেয়ারটেকার ও ছেলে গৃহকর্মীরা এ সুযোগ পাবেন না।

কাফালা পদ্ধতি বলতে বোঝায় কোনো এক ব্যক্তির অধীনে বিদেশি শ্রমিক নিয়োগের প্রক্রিয়া। এর আগে কোনো কর্মী নির্যাতিত বা বঞ্চিত হলে মামলার মাধ্যমে নিয়োগকর্তা পরিবর্তনের আবেদন করতে পারতেন। এখন আর সেই জটিলতা থাকছে না। নতুন চাকরি নিয়ে তিনি পুরনো নিয়োগকর্তাকে নোটিশ দিতে পারবেন। সাধারণত ১৫ দিন বা এক মাসের নোটিশ দেয়ার বাধ্যবাধকতা থাকে দেশটিতে।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top