দেশে ফিরতে কলকাতা মিশনে একদিনেই ৩০০ আবেদন
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২১, ১৮:২৩
করোনাভাইরাসের পরিস্থিতির কারণে ২ সপ্তাহের জন্য ভারত সীমান্ত বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সরকার। সীমান্ত বন্ধ হয়ে যাওয়ার পর ভারতে আটকে পড়া বাংলাদেশিরা দেশে ফিরতে উদগ্রীব হয়ে উঠেছে। এরই মধ্যে বাংলাদেশে ফিরতে প্রায় ৩০০টি আবেদন জমা পড়েছে কলকাতা উপ-হাইকমিশনে।
সোমবার (২৬ এপ্রিল) সীমান্ত বন্ধ হওয়ার প্রথম দিনেই এসব আবেদন জমা পড়েছে।
কলকাতা উপ হাইকমিশন সূত্র জানায়, বাংলাদেশে ফিরতে প্রায় ৩০০ আবেদন জমা পড়েছে। তবে এসব আবেদন যাচাই বাছাই করে অগ্রাধিকার ভিত্তিতে দেশে ফেরার অনুমতি দেওয়া হচ্ছে।
২৬ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ থাকাকালে যেসব বাংলাদেশি নাগরিকের ভিসার মেয়াদ শেষ হতে চলেছে তারাই শুধু অনুমতি নিয়ে ফিরতে পারবেন। অনুমতি পত্র ও ৭২ ঘণ্টা আগের নেগেটিভ টেস্ট সাপেক্ষে বাংলাদেশে প্রবেশ করতে পারবেন তারা। আর অনুমতিপত্র পেতে প্রয়োজনীয়তা, পাসপোর্ট কপি, ভিসার কপি, টেলিফোন ও ঠিকানা দিয়ে ভারতের বিভিন্ন বাংলাদেশ মিশনে আবেদন করতে হবে।
এনএফ৭১/আরএইচ/২০২১
বিষয়: দেশ কলকাতা মিশন একদিনেই ৩০০ আবেদন ভারত
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।