সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

মোস্তফা সরয়ার ফারুকীর অ্যাপেনডিক্স অপারেশন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২৫, ১২:৩৯

ছবি: সংগৃহীত

সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর অ্যাপেনডিক্স অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা রোববার রাতে ফেসবুকে এই খবর নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, আজ বিকেলে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী অপারেশন করা হয়। প্রায় দুই ঘণ্টার অস্ত্রোপচারের পর চিকিৎসকরা জানিয়েছেন, সব কিছু ঠিকঠাক হয়েছে। আলহামদুলিল্লাহ।

তিশা আরও জানান, বর্তমানে মোস্তফা সরয়ার ফারুকী পোস্ট-অপারেটিভ কেয়ারে রয়েছেন এবং ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন। তিনি সবার কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া কামনা করেছেন।

শুক্রবার বিকেলে চার দিনের সফরে কক্সবাজারে যান মোস্তফা সরয়ার ফারুকী। পরদিন রাতে অসুস্থতা অনুভব করায় সফর মুলতবি করে জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুল্যান্সে কক্সবাজার থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয় তাকে।

 

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top