বৃহঃস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২

জকসু নির্বাচনে ১১ কেন্দ্রে ফলাফল প্রকাশ: ভিপি পদে ছাত্রদলের রাকিব এগিয়ে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২৬, ১১:৫৪

ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে প্রথমে ১১টি কেন্দ্রে ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ছাত্রদল সমর্থিত ভিপি পদপ্রার্থী একেএম রাকিব ১১৪২ ভোট পেয়ে ছাত্রশিবির সমর্থিত রিয়াজুল ইসলামকে (১০৩১ ভোট) ১১১ ভোটের ব্যবধানে হারিয়েছেন।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে জকসু নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।

বিভাগভিত্তিক ফলাফলের হাইলাইট:

  • দর্শন বিভাগ:

    • ভিপি: রিয়াজুল ইসলাম ১১১, রাকিব ১৭৫

    • জিএস: আবদুল আলিম আরিফ ১৩৫, খাদিজাতুল কুবরা ৮০

    • এজিএস: মাসুদ রানা ১১৯, আতিকুর রহমান তানজিল ১২৪

  • বায়োকেমিস্ট্রি অ্যান্ড মোলিকুলার বায়োলজি:

    • ভিপি: রিয়াজুল ৮৯, রাকিব ৫৭

    • জিএস: আরিফ ৯৮, খাদিজাতুল ৩২

    • এজিএস: মাসুদ ৯০, তানজিল ৪২

  • চারুকলা অনুষদ (তিন বিভাগ এক কেন্দ্র):

    • ভিপি: রিয়াজুল ২১, রাকিব ১০৬

    • জিএস: আরিফ ১৮, খাদিজাতুল ৩৬

    • এজিএস: মাসুদ ১২, তানজিল ৮২

  • অনুজীব বিজ্ঞান:

    • ভিপি: রিয়াজুল ৮৭, রাকিব ৪৬

    • জিএস: আরিফ ৮৫, খাদিজাতুল ৩২

    • এজিএস: মাসুদ ৮১, তানজিল ৪০

  • ফিন্যান্স বিভাগ:

    • ভিপি: রিয়াজুল ১৩৮, রাকিব ২৩১

    • জিএস: আরিফ ১৬৩, খাদিজাতুল ১১৩

    • এজিএস: মাসুদ ১৬৩, তানজিল ১৭৮

  • কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং:

    • ভিপি: রিয়াজুল ১০৬, রাকিব ৯৪

    • জিএস: আরিফ ১১২, খাদিজাতুল ৫৩

    • এজিএস: মাসুদ ১০৫, তানজিল ৮০

  • জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি:

    • ভিপি: রিয়াজুল ৫১, রাকিব ৩৯

    • জিএস: আরিফ ৪৬, খাদিজাতুল ১৮

    • এজিএস: মাসুদ ৪২, তানজিল ৩০

  • ভূগোল ও পরিবেশবিজ্ঞান:

    • ভিপি: রিয়াজুল ১০০, রাকিব ৯১

    • জিএস: আরিফ ৯০, খাদিজাতুল ৪৫

    • এজিএস: মাসুদ ৯৮, তানজিল ৮৫

  • নৃবিজ্ঞান:

    • ভিপি: রিয়াজুল ১২৮, রাকিব ১১৮

    • জিএস: আরিফ ১২৩, খাদিজাতুল ৭৩

    • এজিএস: মাসুদ ১০২, তানজিল ১২৬

  • লোকপ্রশাসন:

    • ভিপি: রিয়াজুল ১২২, রাকিব ১৩২

    • জিএস: আরিফ ১২৩, খাদিজাতুল ৬২

    • এজিএস: মাসুদ ১৩০, তানজিল ১০৬

  • ফার্মেসি:

    • ভিপি: রিয়াজুল ৭৮, রাকিব ৫৩

    • জিএস: আরিফ ৮৩, খাদিজাতুল ২৬

    • এজিএস: মাসুদ ৭৮, তানজিল ৪৫

ভোট গণনার সমস্যা:
মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটের দিকে ভোট গণনার মেশিনে টেকনিক্যাল ত্রুটি দেখা দিলে গণনা সাময়িকভাবে বন্ধ করা হয়। পরে সমস্যা সমাধান করে নির্বাচন কমিশন গণনা পুনরায় শুরু করে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top