চবি ভর্তি পরীক্ষাকালে আইন বিভাগের শিক্ষক আটক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২৬, ১৭:২০

সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে আইন বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক সহকারী প্রক্টর হাসান মোহাম্মদ রোমানকে আটক করা হয়েছে। শনিবার সকালে তাকে প্রক্টর কার্যালয়ে সোপর্দ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) প্রতিনিধিরা।

চাকসু নেতাদের অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থানে তিনি আওয়ামী লীগ সরকারের পক্ষে অবস্থান নেন এবং সে সময় শিক্ষার্থীদের ওপর নিপীড়নের সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাদের সঙ্গে তার মদের আড্ডায় অংশ নেওয়া এবং শিক্ষার্থীদের অপরাধমূলক কর্মকাণ্ডে উসকানি দেওয়ার ছবি ভাইরাল হয়।

জানা যায়, শনিবার সকালে আইন অনুষদের ১ নম্বর গ্যালারিতে ভর্তি পরীক্ষার পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন হাসান মোহাম্মদ রোমান। তার উপস্থিতির খবর পেয়ে চাকসু নেতারা আইন অনুষদের ডিন কার্যালয়ে অবস্থান নেন। পরিস্থিতি আঁচ করতে পেরে তিনি পালানোর চেষ্টা করলে চাকসু প্রতিনিধিরা তাকে আটক করে প্রক্টর কার্যালয়ে নিয়ে যান।

চাকসুর আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ফজলে রাব্বি বলেন, “ফ্যাসিবাদী আমলে অভিযুক্ত শিক্ষক অনেক সাধারণ শিক্ষার্থীর ক্যারিয়ার ধ্বংস করেছেন। জুবায়ের হোসেন সোহাগ নামের এক শিক্ষার্থীকে জঙ্গি মামলায় জেলে পাঠানো হয়েছিল। ক্যাম্পাসের সব গণতান্ত্রিক আন্দোলনে তিনি বাধা দিতেন।”

তবে মারধরের অভিযোগ অস্বীকার করে চাকসুর দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, “আমরা তাকে কোনো আঘাত করিনি। পালানোর চেষ্টা করার সময় তিনি নিজেই কিছুটা ব্যথা পেয়েছেন।”

অন্যদিকে সব অভিযোগ অস্বীকার করে সহকারী অধ্যাপক হাসান মোহাম্মদ রোমান বলেন, “জুলাই আন্দোলনের সময় আমি একদিনের জন্যও বাইরে বের হইনি, কোনো মিছিলে অংশ নিইনি এবং কাউকে মামলা দিইনি।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হোসেন শহীদ সরওয়ার্দী জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন শিক্ষককে প্রক্টর কার্যালয়ে আনা হয়েছে। তার গায়ে কেউ হাত তোলেনি এবং বিষয়টি যথাযথ নিয়ম অনুসরণ করে দেখা হচ্ছে।

ভারপ্রাপ্ত চিফ মেডিকেল অফিসার আবু তৈয়ব বলেন, “পরীক্ষায় ওই শিক্ষকের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তিনি মানসিকভাবে কিছুটা আতঙ্কিত ও অস্বস্তিতে রয়েছেন।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top