“চীনা নৌ তৎপরতার প্রেক্ষাপটে হলদিয়ায় নৌঘাঁটি তৈরি করবে ভারত”
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২৬, ১৪:১৭
বঙ্গোপসাগরে ক্রমবর্ধমান আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় ভারত নৌবাহিনী পশ্চিমবঙ্গের হলদিয়া নদীতে একটি নতুন নৌঘাঁটি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এই ঘাঁটিটি মূলত একটি নৌ ‘ডিটাচমেন্ট’ হিসেবে কাজ করবে এবং এখানে ছোট যুদ্ধজাহাজ মোতায়েন থাকবে।
ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, নতুন ঘাঁটিতে প্রায় ১০০ জন কর্মকর্তা ও নাবিক দায়িত্ব পালন করবেন। এটি পূর্ণাঙ্গ কমান্ড সেন্টার হবে না। এখানে ফার্স্ট ইন্টারসেপ্টর ক্রাফট, নিউ ওয়াটার জেট ফার্স্ট অ্যাটাক ক্রাফট এবং CRN-91 গান ও নাগাস্ত্রা সিস্টেমের মতো লয়টারিং মিউনিশন সক্ষমতা যুক্ত ছোট যুদ্ধজাহাজ থাকবে।
নৌবাহিনী বিদ্যমান হলদিয়া ডক কমপ্লেক্সের অবকাঠামোও কাজে লাগাবে, যার ফলে অতিরিক্ত নির্মাণ কমেই ঘাঁটিটি দ্রুত কার্যকর করা সম্ভব হবে। প্রাথমিক নির্মাণের মধ্যে থাকবে একটি নির্দিষ্ট জেটি ও তীরভিত্তিক সহায়ক পরিকাঠামো। হলদিয়া কলকাতা থেকে প্রায় ১০০ কিমি দূরে বঙ্গোপসাগরে অবস্থিত।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, উত্তর বঙ্গোপসাগরে এই পদক্ষেপের পেছনে প্রধান কারণ হিসেবে রয়েছে চীনা নৌবাহিনীর ক্রমবর্ধমান কার্যক্রম, সামুদ্রিক অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ এবং সমুদ্রপথ ব্যবহার করে বাংলাদেশ থেকে অবৈধ প্রবেশের ঘটনা।
নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এই নৌঘাঁটি আঞ্চলিক নিরাপত্তা এবং ভারতের সামুদ্রিক উপস্থিতি আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে ঘাঁটির নাম এখনো চূড়ান্ত হয়নি এবং সরকার এ বিষয়ে কোনও তথ্য জানায়নি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।