রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

গোলাপি শাড়িতে মুগ্ধতা ছড়ালেন নীতা আম্বানি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২৬, ১৫:১১

সংগৃহীত

রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপারসন নীতা আম্বানি আবারও ফ্যাশনের দুনিয়ায় নজর কেড়েছেন। সম্প্রতি তিনি ‘ইউনাইটেড ইন ট্রায়াম্ফ’ নামক একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন, যেখানে ভারতের নারী ক্রিকেট দল, দৃষ্টিহীন নারী ক্রিকেট দল এবং পুরুষ ক্রিকেট দলকে সম্মান জানানো হয়।

এই অনুষ্ঠানে নীতা গোলাপি শাড়িতে সেজেছিলেন, যা সঙ্গে মানানসই হীরেখচিত নেকলেস, ব্রেসলেট, আংটি এবং বিশেষ হীরাযুক্ত ঘড়ি পরেছিলেন। বিশেষভাবে তার হাতের ঘড়ির মূল্য প্রায় ৫ কোটি ৪১ লাখ টাকা। এছাড়াও ব্রেসলেটের মূল্যও কয়েক কোটি টাকা।

নীতার এই স্টাইল স্টেটমেন্ট সামাজিক মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে। নেটিজেনরা শুধু তার শাড়ি নয়, বরং হীরেখচিত ঘড়ি ও গহনার দামে কৌতূহলী হয়ে উঠেছেন।

নীতার এই উপস্থিতি আবার প্রমাণ করল, ফ্যাশনের দুনিয়ায় তার স্থান অন্যদের থেকে আলাদা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top