শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

হাকিমপুরে মাদক বিরোধী অভিযানে এক ব্যক্তি আটক

হিলি থেকে | প্রকাশিত: ৪ আগষ্ট ২০২১, ০৪:১৮

হাকিমপুরে মাদক বিরোধী অভিযানে এক ব্যক্তি আটক।

হাকিমপুরে মাদক বিরোধী অভিযানে হিরোইন ও ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যাক্তি আটক। সংবাদটি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ।

সোমবার (২ আগস্ট) রাত ৭টা ৩০মিনিটে হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে মজিবর রহমান (৬০) কে আটক করা হয়। হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মোঃ মজিবর রহমান পিতাঃ মৃত আনছার মন্ডল মাতা মলেজান বিবি।

ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, সোমবার রাত ৭ টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ বাসুদেবপুর গ্রামে মজিবর রহমানের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চালিয়ে মজিবর রহমানকে ৪৫ পুড়িয়া হিরোইন ওজন আনুমানিক ১ গ্রাম এবং ২২ পিচ নেশা জাতীয় মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ নিজ বাড়ীতে আটক করা হয়।আটক কৃত ব্যাকটির বিরুদ্ধে প্রচলিত মাদক দ্রব্য আইনে মামলা করে দিনাজপুর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।


এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: হিলি


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top