শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

মডেল-অভিনেত্রী মোনালিসা প্রবাসে

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫, ২১:০৬

সংগৃহীত

এক সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মোনালিসা দীর্ঘ অভিজ্ঞতার পর প্রবাসে পেশাদার রূপসজ্জাশিল্পী হিসেবে পদোন্নতি পেয়েছেন। যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১২ বছরের ক্যারিয়ার গড়ে তিনি সম্প্রতি ‘ম্যানেজার’ পদে যোগ দিয়েছেন।

মোনালিসা একটি আন্তর্জাতিক প্রসাধনসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানে টানা এক দশক সিনিয়র মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেছেন। এরপর তিনি প্রতিষ্ঠান পরিবর্তন করে একটি নতুন প্রসাধনী বিক্রয় প্রতিষ্ঠানে ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। শুক্রবার থেকে শুরু হয়েছে তার এই নতুন অধ্যায়।

ফেসবুকে উচ্ছ্বসিত মোনালিসা লিখেছেন, “এই নতুন অধ্যায়ের জন্য আমি নিজেকে ভীষণভাবে ধন্য মনে করছি। কঠোর পরিশ্রমই আমাকে আজকের এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। নতুন দায়িত্ব পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতায় ভরে উঠেছি। সামনে অপেক্ষা করছে নতুন চ্যালেঞ্জ, নতুন সম্ভাবনা।”

তিনি আরও জানান, “অভিনয় ও মডেলিং আমার ভালোবাসা, কিন্তু মেকআপ আমার প্যাশন। যুক্তরাষ্ট্রে এসে বুঝেছি, এই সেক্টরে আমার আরও অনেক কিছু করার আছে।”

মোনালিসা ২০১২ সালের জুনে যুক্তরাষ্ট্র প্রবাসী ফাইয়াজ শরীফকে বিয়ে করে দেশ ত্যাগ করেন। পরবর্তীতে বিচ্ছেদ হলেও প্রবাসে নিজের ক্যারিয়ার গড়ে তোলেন। দেশে ফিরে কিছুদিন কাটিয়ে আবার যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি।

তবে শোবিজ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হননি মোনালিসা। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ট্র্যাপড’। ইতোমধ্যে প্রকাশিত হয়েছে চলচ্চিত্রের টিজার। ব্যক্তিগত জীবনের ওঠানামা পেরিয়ে মোনালিসা এখন নিজের কর্মক্ষেত্রে এক অনন্য সাফল্যের উদাহরণ স্থাপন করেছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top