শনিবার, ৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ঘোড়াঘাটে ফেন্সিডিলসহ আটক

দিনাজপুরের ঘোড়াঘাট থেকে | প্রকাশিত: ২৫ আগষ্ট ২০২১, ০০:৫৫

ঘোড়াঘাটে সাজাপ্রাপ্ত আসামীসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামী সহ এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে।

থানা সূত্রে জানা গেছে, একটি সি আর মামলা ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামী উপজেলার রুঘুনাথপুর গ্রামের ডাঃ আঃ সাত্তারের পুত্র মনিরুজ্জামান ওরফে মিন্টু কে সোমবার রাতে এস আই দুলু ও এস আই খুরশীদ অভিযান চালিয়ে তার বাড়ি থেকে গ্রেফতার করে।

একই রাতে এস আই খুরশীদ সঙ্গীয় ফোর্স সহ হিলিমোড়ে চেকপোস্ট বসিয়ে ঢাকা গামী নৈশ কোচ এসি শ্যামলী পরিবহন তল্লাশি করে। এসময় যাত্রী বেশে থাকা পার্বতীপুর উপজেলার মন্ডলপাড়া গ্রামের মৃত আঃ লতিফের পুত্র মাদক ব্যবসায়ী হাবিবুর রহমান (৩২) কে ৩৬ বোতল কোডিন ফসপেট যুক্ত মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করে। পুলিশ গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করেছে।

 

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: ঘোড়াঘাট


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top