জমিজমা বিষয়ের জের ধরে মারপিট ও বাড়ীতে অগ্নিসংযোগ

গাইবান্ধার পলাশবাড়ী থেকে | প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২১, ০৫:১৫

পলাশবাড়ীতে জমিজমা বিষয়ের জের ধরে মারপিট ও বাড়ীতে অগ্নিসংযোগ

পলাশবাড়ীতে জমিজমা বিষয়ের জের ধরে মারপিট ও বসতবাড়ীতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জানা যায়, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের সগুনা গ্রামের মৃত দেলবার হোসেনের পুত্র দেলবার হোসেনের পুত্র জাহাঙ্গীর ও জায়দুলগং জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।

এরই ধারাবাহিকতায় ১৩ সেপ্টেম্বর সকালে উভয়পক্ষের মধ্যে কলোহের সৃষ্টি হয়। এর একপর্যায় সাড়ে ১১টার দিকে জাইদুলের আত্মীয় পরিচয়ে বেশকিছু অজ্ঞাত যুবক জাহাঙ্গীর আলম ও তার স্ত্রীকে মারডাং শুরু করে। জখম অবস্থায় জাহাঙ্গীর পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আসাকালে জাইদুলের ভাড়াটিয়া লোকজন পথিমধ্যে পথরোধ করে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদান করে। নিরুপায় হইয়া পাশ্ববর্তী ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।

তারা হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ১৪ সেপ্টেম্বর দিবাগত রাতে জাহাঙ্গীরের বাড়ীতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ফলে গোয়াল ঘরে থাকা হাঁস-মুরগী ও একটি ছাগল পুড়ে যায় জাহাঙ্গীরের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: পলাশবাড়ী


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top