শনিবার, ৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

কুষ্টিয়া সুগার মিল

৩০০ শিক্ষার্থীর ভবিষ্যৎ শঙ্কায়

কুষ্টিয়া থেকে | প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২১, ১৮:০৪

কুষ্টিয়া সুগার মিল

কুষ্টিয়া সুগার মিলের কার্যক্রম বন্ধ হওয়ায় এখন অনিশ্চিত প্রাথমিক বিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থীর ভবিষ্যৎ। চাকরি হারানোর শঙ্কায় শিক্ষকসহ সংশ্লিষ্টরা।

কেএসএম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা জানান, প্রায় ৩০ বছরেরও বেশি সময় ধরে ওই বিদ্যালয়ে দায়িত্ব পালন করছেন তিনি। কিন্তু হঠাৎ করেই কুষ্টিয়া সুগার মিলের সার্বিক কার্যক্রম বন্ধ হওয়ায় চরম হতাশায় দিন কাটছে তার। 

তিনি আরো জানান, নিজের চাকরি হারানোর শঙ্কা তার কাছে নগণ্য। কিন্তু স্কুলের ৩০০ শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে ভীষণ উদ্বিগ্ন তিনি। বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি স্কুলের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। 

কুষ্টিয়া সুগার মিলের মহাব্যবস্থাপক হাবিবুর রহমান বলেন, ‘স্কুলের বিষয়ে এখনো সদর দফতর থেকে কোন নির্দেশনা আসেনি। তবে নির্দেশনা না পাওয়া পর্যন্ত বহাল থাকবে শিক্ষা কার্যক্রম।’

 

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top