শনিবার, ৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ঘোড়াঘাট পৌর নির্বাচন মেয়র পদে ৫ জনের মনোনয়ন পত্র দাখিল

ঘোড়াঘাট থেকে | প্রকাশিত: ১০ অক্টোবর ২০২১, ২৩:৩৩

ঘোড়াঘাট পৌর নির্বাচন মেয়র পদে ৫ জনের মনোনয়ন পত্র দাখিল

দিনাজপুরের ঘোড়াঘাট পৌর নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন রবিবার (১০ অক্টোবর) পর্যন্ত ৫জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন, উপজেলা নির্বাচন অফিসার শাহজাহান মানিক।

আগামী ২রা নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঘোড়াঘাট পৌরসভা নির্বাচন। নির্বাচনে মেয়র পদে বৃহস্পতিবারে (৭ অক্টোবর) গত নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দী সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও অপর স্বতন্ত্র প্রার্থী প্রভাষক আব্দুল মান্নান সরকার তাদের মনোনয়ন পত্র জমা দেন। শনিবার নতুন মুখ রিপন আহমেদ রানা বাবু ও বর্তমান ২ বারের নির্বাচিত মেয়র আব্দুস সাত্তার মিলন তার সমর্থকদের নিয়ে মোটর সাইকেল শো-ডাউন শেষে মনোনয়ন পত্র জমা দেন।

রবিবার বেলা ১ টার সময় আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকে তার সমর্থকদের নিয়ে ঘোড়াঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি ইউনুছ আলী মন্ডল তার মনোনয়ন পত্র জমা দেন। এসময় তার সাথে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভুট্টাসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top